এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মী নিয়োগের জন্য জারি হল বিজ্ঞপ্তি, কোনওভাবেই মিস করবেন না চান্স!

এবার একটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মী নিয়োগের (Recruitment) জন্য জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। নিযুক্ত প্রার্থীদের কর্মস্থল হবে কলকাতা থেকে শুরু করে দেশের অন্যান্য শহরে।

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। এবার একটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মী নিয়োগের (Recruitment) জন্য জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। নিযুক্ত প্রার্থীদের কর্মস্থল হবে কলকাতা থেকে শুরু করে দেশের অন্যান্য শহরে। মূলত, বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডে (Balmer Lawrie And Company Limited) বিভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

কোন কোন পদে করা হবে নিয়োগ: জানা গিয়েছে যে বর্তমানে সংশ্লিষ্ট সংস্থায় ম্যানেজার (সেলস) থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ব্রাঞ্চ অপারেশনস-ক্লায়েন্ট সার্ভিসিং), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস অ্যান্ড কি অ্যাকাউন্টস), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস), অফিসার (সেলস), অফিসার (ভিসা), অফিসার (কমার্শিয়াল), সিনিয়র কোঅর্ডিনেটার (লেজার), কাস্টমার সার্ভিস অফিসার, জুনিয়র অফিসার (কমার্শিয়াল), জুনিয়র অফিসার (সেলস), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ট্রাভেল), অফিসার/ জুনিয়র (ট্র্যাভেল), জুনিয়র অফিসার (ক্যাম) এবং জুনিয়র অফিসার (ট্রাভেল) পদে নিয়োগ (Recruitment) করা হবে।

Latest Videos

কোথায় হবে পোস্টিং: জানা গিয়েছে যে, নিযুক্ত প্রার্থীদের পোস্টিং হবে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, দিল্লি, মুম্বই, কলকাতা, গুয়াহাটি, আহমেদাবাদ ও চেন্নাইতে। এদিকে, আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল সমস্ত পদেই প্রার্থীদের তিন বছরের জন্য নিয়োগ (Recruitment) করা হবে।

আবেদনকারীর বয়স: এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ৩০ থেকে ৩৮ বছরের মধ্যে।

বেতনের পরিমাণ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নিযুক্তদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক পারিশ্রমিক প্রদান করা হবে এবং তার পাশাপাশি মিলবে অন্যান্য সুযোগসুবিধাও।

নিয়োগ প্রক্রিয়া: ওপরে উল্লিখিত পদগুলিতে প্রার্থীদের লিখিত পরীক্ষা/গ্রুপ ডিসকাশন অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ (Recruitment) করা হবে।

আবেদনের শেষ দিন: জানা গিয়েছে যে, আগামী ১৬ অগাস্ট, ২০২৪ পর্যন্ত এই শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

মোট শূন্যপদের সংখ্যা: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত মোট ৩৯ টি শূন্যপদের পরিপ্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া (Recruitment) সম্পন্ন হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari