সরকারি অফিসার পদে চলছে বিপুল শূন্যপদে নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ

Published : Aug 28, 2025, 07:19 AM IST
bank job

সংক্ষিপ্ত

Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। এই সংস্থায় চলছে অফিসার পদে বিপুল কর্মী নিয়োগ। কারা জানাতে পারবেন আবেদন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Job News: অনেকদিন ধরে সরকারি চাকরি খুঁজছেন কিন্তু মনের মতো চাকরি পাচ্ছেন না! তাহলে আপনার জন্য সরকারি চাকরিতে রয়েছে সুবর্ণ এক সুযোগ। জানা গিয়েছে, নাবার্ডে চলছে ফিনান্সিয়াল কাস্টমার কেয়ারের একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নাবার্ড। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, নাবার্ডে কাস্টমার অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে চাকরির আবেদনের জন্য দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হলেই চাকরিতে আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত তথ্য থেকে জানা গিয়েছে যে, সংশ্লিষ্ট পদে ইচ্ছুক চাকরি প্রার্থীদের বা চাকরিতে নিযুক্ত ব্যক্তিদের সম্ভাব্য ক্রেতাদের চিহ্নিত করে পরিষেবার আওতায় নিয়ে আসতে হবে। তবে এই কাজটি নিযুক্ত ব্যক্তিদের বিভিন্ন গ্রামে-গ্রামে গিয়ে ঘুরে ঘুরে করতে হবে। আর এরজন্য সংশ্লিষ্ট প্রার্থীর লাইসেন্স সহ বাইক থাকা প্রয়োজন বলেও জানানো হয়েছে নোটিশে।

কারা আবেদন জানাতে পারবেন:-

এই সংস্থায় চাকরিতে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ৩৩ এর মধ্যে। এছাড়াও বাংলা, ইংরাজি সহ হিন্দি ভাষায় দখল থাকাও আবশ্যক। নিজের মাতৃভাষা ছাড়া যে কোনও স্থানীয় ভাষায় সাবলীল ভাবে কথা বলা ও বুঝতে পারা জরুরি। জানা গিয়েছে, সংস্থার কাজের জন্য স্থানীয় দফতর বা ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে হবে নিযুক্ত ব্যক্তিকে।

কীভাবে আবেদন জানাবেন:-

কাস্টমার অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ফিল্ড অফিসার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে সেইসব প্রার্থীকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশাররাও সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এর জন্য বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে। ই-মেইলের মাধ্যমে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য চোখ রাখতে পারেন নাবার্ডের ওয়েবসাইটে।

অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে আকারবাণীতে। প্রসার ভারতীর তরফে হবে নিয়োগ। দিল্লিতর দফতরে ১৪টি বিভাগে নেওয়া হবে কর্মী। মোট শূন্যপদ ১০৭টি।

সাংবাদিকতা নিয়ে যারা পাশ করেছেন তারা এবার পাবেন চাকরির সুযোগ। একাধিক হবে নিয়োগ হবে প্রসার ভারতীর তরফে। দিল্লিতর দফতরে হবে নিয়োগ। মোট শূন্যপদ ১০৭টি। নিয়োগ হবে রিপোর্টার, নিউজ রিডার-কাম-ট্রান্সলেটর, নিউজ রিডার, গেস্ট কো অর্ডিনেটর, এডিটোরিয়াল এগজিকিউটিভ, কপি এডিটর এবং অ্যাসস্ট্যান্ট অডিও ভিস্যুয়াল এডিটর পদে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কর্মী নিয়োগ করবে RBI, ৫৭২টি শূন্যপদে হবে নিয়োগ, জেনে নিন কারা আবেদন করবেন
JEE Main 2026 Session 1 Exam: সরস্বতী পুজোর দিন রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে না, নতুন তারিখ কবে?