সরকারি চাকরিতে দারুণ সুযোগ, প্রচুর শূন্য পদে নিয়োগ চলছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কে

Published : Oct 12, 2025, 09:11 AM IST
Job report 2025

সংক্ষিপ্ত

Government Job News: ব্যাঙ্কে চাকরিতে প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। কীভাবে আবেদন  জানাবেন? জানুন আবেদনের শেষ তারিখ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Government Job News: দীর্ঘদিন ধরে একটা সরকারি চাকরির জন্য আপনি কী হন্যে হয়ে ঘুরছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। ব্যাঙ্কে প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংস্থা ব্যাঙ্ক অফ বরোদায় চলছে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ। ব্যাঙ্কে চাকরির জন্য আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এই বিষয়ে বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, আগ্রহী প্রার্থীরা ব্যাঙ্কের ম্যানেজেরিয়াল পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। এর জন্য শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন গ্রহন।

কোন কোন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে? 

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, ব্যাঙ্ক অফ বরোদায় নিয়োগ করা হবে- ম্যানেজার-ক্রেডিট অ্যানালিস্ট, সিনিয়র ম্যানেজার-ক্রেডিট অ্যানালিস্ট, চিফ ম্যানেজার-ক্রেডিট অ্যানালিস্ট, সিনিয়র ম্যানেজার সি অ্যান্ড আইসি-রিলেশনশিপ ম্যানেজার এবং চিফ ম্যানেজার সি অ্যান্ড আইসি-রিলেশনশিপ ম্যানেজার পদে। সংশ্লিষ্ট পোস্টগুলির জন্য মোট শূন্যপদের সংখ্যা- ৫০টি।

নিযুক্তদের বেতন-

জানা গিয়েছে, উক্ত পোস্টগুলিতে চাকরির জন্য আবেদনকারীদের বেতন হবে প্রতিমাসে ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা অথবা, ১,০২,৩০০ থেকে ১,২০,৯৪০ টাকা। এছাড়াও চাকরির প্রথম বছর পদ অনুযায়ী নিযুক্তদের প্রোবেশন পিরিয়ডে রাখা হবে। এছাড়াও আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে ফিন্যান্সে স্পেশালাইজেশন ও পোস্ট গ্রাজ্যুয়েট ডিগ্রিও থাকা আবশ্যক। এছাড়াও বাকি পদগুলির জন্যও শিক্ষাগত যোগ্যতার পৃথক পৃথক মানদণ্ড রয়েছে।

কীভাবে আবেদন জানাবেন?

উক্ত পোস্টগুলিতে চাকরিতে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের আবেদন মূল্য ১৭৫ টাকা ও সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৮৫০ টাকা। এছাড়াও অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য