
Government Job News: দীর্ঘদিন ধরে চাকরি খুঁজেও মিলছে না মনের মতো চাকরি? তাহলে বছরের শুরুতেই চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর। কোচবিহার জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মখালি। একাধিক শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। এই বিষয়ে বিশদ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোচবিহার জেলার প্রশাসনিক দফতর। জানা গিয়েছে, জেলার প্রশাসনিক ওয়েবসাইট থেকেই মিলবে চাকরিতে আবেদনের যাবতীয় তথ্য।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, জেলার অফিস অফ দি চিফ মেডিক্যাল অফিসার হেলথের তরফে এই নিয়োগ চলছে। মেডিক্যাল স্পেশ্যালিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। জানা গিয়েছে, চুক্তি ভিত্তিতে জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে নিয়োগ করা হবে। মোট শূন্যপদে সংখ্যা ৬টি। এছাড়াও মেডিকেল অফিসার পদে নিযুক্তদের বেতন হবে প্রতিমাসে ৬০ হাজার টাকা। এছাড়াও স্পেশ্যালিস্ট পদে নিযুক্তদের বেতন হবে ৭০ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা-
উক্ত পোস্টগুলির জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। এবং উভয় পদে আবেদনের জন্য মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নাম অন্তর্ভুক্ত থাকতে হবে। এবং বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তি দেখে নিতে বলা হয়েছে।
কীভাবে আবেদন জানাবেন?
আগ্রহী প্রার্থীদের উল্লিখিত পোস্টে চাকরির জন্য প্রথমেই কোচবিহার জেলার স্বাস্থ্য দফতরের প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখান থেকে হোমপেজে গিয়ে রিক্রুট অপশনে ক্লিক করে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে পারবেন প্রার্থীরা। তারপর সমস্ত ডকুমেন্টস সহ অনলাইনেই আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি। তবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও ডাক মারফত অফলাইনেও আবেদন জানানো যাবে।
অন্যদিকে, বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাষ্ট্রায়ত্ত্ব এই ব্যাঙ্কের তরফে। তবে কোনও কোনও পদে চুক্তির ভিত্তিতে একটিমাত্র পদেই সাধারণ নিয়োগ হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনেই আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে শুক্রবার থেকেই।
বিজ্ঞপ্তিুতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ হবে ব্যাঙ্কে ভাইস প্রেসিডেন্ট (ইউএক্স), ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (ইউএক্স), অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (ইউএক্স), সিনিয়র স্পেশ্যাল এগ্জিকিউটিভ (ইউআই অ্যান্ড ইউএক্স) এবং ডেপুটি ম্যানেজার (ইউআই অ্যান্ড ইউএক্স) পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১২টি। এর মধ্যে ডেপুটি ম্যানেজারের পদটিই স্থায়ী, বাকিগুলি চুক্তিভিত্তিক। কর্মীরা সংশ্লিষ্ট পদগুলিতে পাঁচ বছরের চুক্তিতে কাজের সুযোগ পাবেন। নিযুক্তদের মুম্বই বা দেশের অন্য শহরে কাজের সুযোগ মিলবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।