Government Jobs: প্রত্যেক মাসে বেতন ৭০ হাজার টাকারও বেশি, স্নাতক পাশ করে থাকলে আজই আবেদন করুন NIACL-এ

Published : Feb 04, 2024, 09:45 AM ISTUpdated : Feb 04, 2024, 10:28 AM IST
job jobs recruitment

সংক্ষিপ্ত

প্রত্যেক মাসে বেতন পেতে পারেন ৭০ হাজার টাকারও বেশি। দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড । 

স্নাতক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন সরকারি চাকরির জন্য। প্রত্যেক মাসে বেতন পেতে পারেন ৭০ হাজার টাকারও বেশি। দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড (NIACL) । 


এই সংস্থার বিজ্ঞপ্তি অনুসারে, চাকরি প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করার ডিগ্রি থাকতে হবে। বিএ, বিকম অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে।

-

সাধারণ বিভাগ, ওবিসি এবং ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের ফি হিসাবে ৮৫০ টাকা জমা দিতে হবে। এছাড়া SC এবং ST-এর জন্য ফি ১০০ টাকা। অনলাইন মোডে ফি প্রদান করা যেতে পারে।


newindia.co.in এই ওয়েবসাইট থেকে চাকরির জন্য আবেদন করা যাবে। New India Assurance NIACL Assistant Recruitment 2024 - এই অপশনে ক্লিক করে Apply Online -এ ক্লিক করতে হবে। 

নিজের সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে আবার লগ-ইন করতে হবে। এবার নিজের আবেদনপত্রটি ডাউনলোড করে পূরণ করুন।


প্রয়োজনীয় নথি দাখিল করে অনলাইনে পরীক্ষার ফি দিতে হবে। 

আবেদনপত্রটি জমা দিয়ে সেটি প্রিন্ট করিয়ে রাখুন। 

-

এই চাকরির জন্য প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে ২ মার্চ, ২০২৪ তারিখে। প্রথমটিতে পাশ করলে দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে এবং তারপর হবে ইন্টারভিউ। 

PREV
click me!

Recommended Stories

রাষ্ট্রায়ত্ত সংস্থায় ৩০০ শূন্যপদে নিয়োগ, দেখে নিন কারা আবেদন যোগ্য, রইল বিস্তারিত
কলকাতা মেট্রোরেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই করতে পারবেন আবেদন, রইল বিস্তারিত