রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থায় কর্মী নিয়োগ, দেখে নিন কারা আবেদনযোগ্য

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থায় হবে একাধিক নিয়োগ হবে। ২ ফেব্রুয়ারি থেকে নিয়োগের আবেদন পদ্ধতি শুরু হবে।

Sayanita Chakraborty | Published : Feb 6, 2024 3:58 AM IST

রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থায় কর্মী নিয়োগ হবে শীঘ্রই। সদ্য প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থায় হবে একাধিক নিয়োগ হবে। ২ ফেব্রুয়ারি থেকে নিয়োগের আবেদন পদ্ধতি শুরু হবে।

শূন্যপদ

রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থায় একাধিক পদে হবে নিয়োগ। সংস্থার তরফে ডেপুটি চিফ সেক্রেটারি অফিসার, স্পেশ্যাল অফিসার, সিকিউরিটি অফিসার, চিফ ল্যান্ড অফিসার, স্পেশ্যাল অফিসার (ল্যান্ড), সিনিয়র প্রাইভেট সেক্রেটারি পদে হবে নিয়োগ।

যোগ্যতা

রাজ্য সরকারের অধীনে পূর্বে অতিরিক্ত পুলিশ সুপারিন্টেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কিংবা সমতুল্য পদে অবসর গ্রহণ করেছেন এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তেমনই ল্যান্ড ডিপার্টমেন্ট অফিসার, স্টেনোগ্রাফার পদ থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন।

বয়সের সীমা

চুক্তি ভিত্তিক নিয়োগ হবে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থায়। নিয়োগ হবে ডেপুটি চিফ সেক্রেটারি অফিসার, স্পেশ্যাল অফিসার, সিকিউরিটি অফিসার, চিফ ল্যান্ড অফিসার, স্পেশ্যাল অফিসার (ল্যান্ড), সিনিয়র প্রাইভেট সেক্রেটারি পদে। এই সকল পদে আবেদন করতে গেলে বয়স হতে হবে ৬২ বছরের নীচে। আপনার বয়স উক্ত সীমার মধ্যে থাকলে আবেদন করতে পারেন।

নিয়োগ পদ্ধতি

একাধিক পদে হবে নিয়োগ। হবে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থায় একাধিক পদে হবে নিয়োগ। পার্সোনাল ইন্টারভিউ, স্কিল টেস্টের মাধ্যমে হবে নিয়োগ করা হবে। তাই দেরি না করে আবেদন করে ফেলুন।

আবেদন পদ্ধতি

রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থায় আবেদন করার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সংস্থার ওয়েব সাইটে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। আবেদনের শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। অনলাইনে আবেদন করতে পারেন। সেই অনুসারে আবেদন করে নিন। প্রয়োজনীয় নথি সমেত আবেদন করতে হবে। বিস্তারিত জানা যাবে, প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি থেকে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ, শূন্যপদ ২৯টি, দেখে নিন কারা আবেদনযোগ্য

HS Exam 2024: উচ্চমাধ্যমিকের প্রশ্ন 'ফাঁস' রুখতে নতুন ব্যবস্থা নিল শিক্ষা সংসদ, প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্রে থাকবে ইউনিক কোড

Share this article
click me!