WBCHSE Board Exam 2024: উচ্চমাধ্যমিক পরীক্ষায় বড় বদল আনছে রাজ্য, টেস্ট পরীক্ষার নিয়মেও পরিবর্তন

Published : Mar 09, 2024, 10:39 AM IST
UP board exam 2024 important guidlines

সংক্ষিপ্ত

শুধু দ্বাদশ নয়, একাদশ শ্রেনির সিলেবাসও বদলে যাচ্ছে বলে জানা গেছে। 

বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা! উঠে যাচ্ছে টেস্ট। চালু হচ্ছে সেমিস্টার। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই নয়া এই পদ্ধতি চালু হচ্ছে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার উচ্চ মাধ্যমিকের সিলেবাসেও বদল আসতে চলেছে। পরীক্ষা বদলের পর থেকেই সিলেবাস বদল নিয়ে জোর জল্পনা চলছিল।

-

অবশেষে অনুমোদন দিল বিকাশ ভবন। শুধু দ্বাদশ নয়, একাদশ শ্রেনির সিলেবাসও বদলে যাচ্ছে এর ফলে। আর তা আগামী বহস্পতিবারই ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। নয়া সেই সিলেবাস প্রকাশ্যে আসার পর নতুন বইও (WBCHSE Board Exam 2024) প্রকাশ্যে আনা হবে। যদিও সেই বই বিকাশ ভবনের ছাড়পত্রের প্রয়োজন রয়েছে।

-

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, ৬২টি বিষয় আছে, সেগুলির প্রতিটি বিষয়ের সিলেবাসই পালটে যাচ্ছে। তবে কোনও বিষয়ের ক্ষেত্রে ৮০ শতাংশ বদলে যাচ্ছে আবার কোনও ক্ষেত্রে সম্পূর্ণ সিলেবাসেই (WBCHSE Board Exam 2024) বদল আসছে বলে সংসদ সূত্রে জানা গিয়েছে।

 

যার মধ্যে বাংলা এবং ইংরেজির পাঠ্যক্রমের বেশিরভাগটাই বদলে যাবে বলে সূত্রের খবর। নতুন বইতে থাকবে একাধিক নয়া পদ্য এবং কবিতা। জি ২০ সম্মেলনের উপরেও তথ্য থাকতে পারে বলে শোনা যাচ্ছে। এই বিষয়ে যদিও কোনও সরকারি বক্তব্য পাওয়া যায়নি। তথ্য বলছে, দীর্ঘ ১২ বছর আগে উচ্চমাধ্যমিকের সিলেবাসে কিছু বদল আনা হয়েছিল। কার্যত একযুগ বাসে পরীক্ষা এবং সিলেবাসে বদল আসছে।

PREV
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য