WBCHSE Board Exam 2024: উচ্চমাধ্যমিক পরীক্ষায় বড় বদল আনছে রাজ্য, টেস্ট পরীক্ষার নিয়মেও পরিবর্তন

শুধু দ্বাদশ নয়, একাদশ শ্রেনির সিলেবাসও বদলে যাচ্ছে বলে জানা গেছে। 

বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা! উঠে যাচ্ছে টেস্ট। চালু হচ্ছে সেমিস্টার। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই নয়া এই পদ্ধতি চালু হচ্ছে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার উচ্চ মাধ্যমিকের সিলেবাসেও বদল আসতে চলেছে। পরীক্ষা বদলের পর থেকেই সিলেবাস বদল নিয়ে জোর জল্পনা চলছিল।

-

অবশেষে অনুমোদন দিল বিকাশ ভবন। শুধু দ্বাদশ নয়, একাদশ শ্রেনির সিলেবাসও বদলে যাচ্ছে এর ফলে। আর তা আগামী বহস্পতিবারই ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। নয়া সেই সিলেবাস প্রকাশ্যে আসার পর নতুন বইও (WBCHSE Board Exam 2024) প্রকাশ্যে আনা হবে। যদিও সেই বই বিকাশ ভবনের ছাড়পত্রের প্রয়োজন রয়েছে।

-

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, ৬২টি বিষয় আছে, সেগুলির প্রতিটি বিষয়ের সিলেবাসই পালটে যাচ্ছে। তবে কোনও বিষয়ের ক্ষেত্রে ৮০ শতাংশ বদলে যাচ্ছে আবার কোনও ক্ষেত্রে সম্পূর্ণ সিলেবাসেই (WBCHSE Board Exam 2024) বদল আসছে বলে সংসদ সূত্রে জানা গিয়েছে।

 

যার মধ্যে বাংলা এবং ইংরেজির পাঠ্যক্রমের বেশিরভাগটাই বদলে যাবে বলে সূত্রের খবর। নতুন বইতে থাকবে একাধিক নয়া পদ্য এবং কবিতা। জি ২০ সম্মেলনের উপরেও তথ্য থাকতে পারে বলে শোনা যাচ্ছে। এই বিষয়ে যদিও কোনও সরকারি বক্তব্য পাওয়া যায়নি। তথ্য বলছে, দীর্ঘ ১২ বছর আগে উচ্চমাধ্যমিকের সিলেবাসে কিছু বদল আনা হয়েছিল। কার্যত একযুগ বাসে পরীক্ষা এবং সিলেবাসে বদল আসছে।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

শুক্রবার ৩ জানুয়ারি এই ব্যক্তিদের হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, দেখে নিন আজকের রাশিফল
তৃণমূল কাউন্সিলার খুনের ঘটনায় BSF-কে দায়ী মমতার, পাল্টা মমতাকে ধুয়ে যা বললেন Dilip Ghosh
Narendra Modi Live: দিল্লিতে মেগা জনসভা মোদীর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi : 'আমার স্বপ্ন প্রতিটা মানুষ যেন থাকার জন্য পাকা বাড়ি পায় আর আমি সেটা সত্যি করব'
ফের Abhaya কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে