Government Jobs: প্রায় সাড়ে চার হাজার শূন্যপদ! সরকারি চাকরিতে আবেদন অনলাইনেই

Published : Oct 18, 2023, 09:41 AM ISTUpdated : Oct 18, 2023, 10:11 AM IST
WB Government Job

সংক্ষিপ্ত

খুব্র শীঘ্রই আবেদনের পদ্ধতি সম্পর্কে বিশদ জানিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অনলাইনেই আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

দুর্গাপুজো শুরু হওয়ার আগে থেকেই চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর! প্রায় সাড়ে ৪ হাজার শূন্যপদে নিয়োগ করতে পারে পশ্চিমবঙ্গ সরকার। শীঘ্রই জারি হওয়ার সম্ভাবনা রয়েছে এর বিজ্ঞপ্তি। 

সূত্রের খবর, রাজ্য সরকারের অফিসগুলিতে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা LDA পদে কর্মীদের নিয়োগ করা হবে। শেষবার এই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০১৯ সালে। তারপর আবার ২০২৩ সালে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। 

ক্লার্কশিপ পরীক্ষার নিয়োগ নিয়ে চূড়ান্ত নিয়োগ বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি WBPSC-এর তরফে। খুব্র শীঘ্রই আবেদনের পদ্ধতি সম্পর্কে বিশদ জানিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অনলাইনেই আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। তবে শূন্যপদের সংখ্যা অবশ্য এখনও নির্দিষ্ট করে বলা হয়নি।

তবে, শুধুমাত্র ক্লার্কশিপই নয়, রাজ্য সরকারে গ্রুপ ডি (Group D) পদগুলিতেও দ্রুত কর্মী নিয়োগ করা হতে পারে বলে জানা গেছে। এর জন্য জোরকদমে প্রস্তুতি চলছে। সব মিলিয়ে সরকারি চাকরিতে শূন্যপদের সংখ্যা ৮ থেকে ১০ হাজার পর্যন্তও ছাড়িয়ে যেতে পারে।

PREV
click me!

Recommended Stories

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম, পড়ুয়াদের প্রশ্ন পড়তে অতিরিক্ত ১০ মিনিট
সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ, কানাড়া ব্যাঙ্কে বিপুল শূন্যপদে নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ