AYUSH Ministry Recruitment 2021- আয়ুষ মন্ত্রক বিভাগে নিয়োগ, ৫ শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন

কেন্দ্রীয় সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর! আয়ুষ মন্ত্রকের অধীনে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি প্রকাশ হল। কীভাবে Apply করবেন? বিস্তারিত জানুন

Asianet News Bangla | Published : Nov 15, 2021 6:25 AM IST

শতাব্দী কর, প্রতিবেদক- কেন্দ্রীয় মন্ত্রকে সরাসরি কাজের সুযোগ! শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সিসিআরএএস, মিনিস্ট্রি অফ আয়ুষ বিভাগ (CCRAS, Ministry of Ayush)। ২৫ নভেম্বর শেষ হচ্ছে আবেদনের তারিখ। মিনিস্ট্রি অফ আয়ুষ বিভাগের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রোগ্রাম ম্যানেজার (Program Manager) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সিসিআরএএস-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে 

AYUSH Ministry Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি সূত্র জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৫ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

AYUSH Ministry Recruitment 2021:  নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: সিসিআরএএস, মিনিস্ট্রি অফ আয়ুষ বিভাগ (CCRAS, Ministry of Ayush)
পদের নাম: প্রোগ্রাম ম্যানেজার
কাজের ধরণ: প্রার্থীদের চুক্তির ভিত্তিতে (৩১.০৩.২০২২ তারিখ পর্যন্ত) নিয়োগ করা হবে। 
শূন্যপদের সংখ্যা: ৫টি
শূন্যপদের বিবরণ: নির্বাচিত প্রার্থীদের আয়ুষ মন্ত্রকের অধীনে প্রোগ্রাম ম্যানেজার পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন- ইতিমধ্যেই কলকাতার বুকে ইংরাজি মাধ্যমে পড়াশোনায় শিক্ষীর্থীদের কাছে ভরসা স্থান

আরও পড়ুন- মেট্রো রেলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কোন পদে কত নিয়োগ

আরও পড়ুন- বাড়িতে বসেই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি, কীভাবে সম্ভব-জানুন
আরও পড়ুন- সায়েন্টিস্ট পদে নিয়োগ, ৩৩ শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন
AYUSH Ministry Recruitment 2021:  শিক্ষাগত যোগ্যতা 
যে সকল প্রার্থীরা আয়ূর্বেদ, সিদ্ধা, ইউনানি এবং হোমিওপ্যাথি সিস্টেমের  যে কোনও শাখায়, এমবিএ (হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন), এমবিএ (ফাইন্যান্স)/ এম.কম, অর্থাৎ স্নাতক হয়েছেন তারা আবেদনের যোগ্য। প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকার স্বীকৃত প্রতিষ্ঠানকে গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আইটি বিষয়ে জ্ঞান থাকতে হবে। প্রার্থীরা নিয়োগ সম্পর্কে আরও অধিক জানতে আগ্রহী হলে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে।  

AYUSH Ministry Recruitment 2021: কীভাবে আবেদন করতে হবে?
প্রার্থীরা নিম্নে প্রদত্ত এই পদক্ষেপগুলি অবলম্বন করে আবেদন করতে পারেন
স্টেপ-১ প্রার্থীদের শুরুতে সিসিআরএএস-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
স্টেপ-২ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে
স্টেপ-৩ ওয়েবসাইটে প্রদত্ত আবেদনপত্রটি সমস্ত প্রয়োজনীয় তথ্য ও নথি সহ পূরণ করতে হবে
স্টেপ-৪ পূরণ করা আবেদনপত্রটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
স্টেপ-৫ আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়, ‘Drug Policy Section, Ministry of Ayush, NBCC, Office Block-III 2nd Floor, East Kidwai Nagar, New Delhi- 110023’।
স্টেপ-৬ সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সমাপ্ত হলে প্রার্থীরা জমা দেওয়া আবেদনপত্রের প্রমাণ স্বরূপ একটি ফটোকপি
করিয়ে রাখতে পারেন।

Share this article
click me!