Bank of Baroda Manager Recruitment 2022- ১৫৯ পদে নিয়োগ করবে ব্যাঙ্ক অফ বরোদা, জানুন আবেদনের নিয়ম

আগ্রহীরা ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট bankofbaroda.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

শতাব্দী কর, প্রতিবেদক- সম্প্রতি মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাংক অফ বরোদা (Bank of Baroda)। ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ম্যানেজার (Manager) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট bankofbaroda.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
Bank of Baroda Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে ২৫ মার্চ থেকে। ইচ্ছুক প্রার্থীদের ১৪ এপ্রিল, ২০২২ তারিখ রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- বাম্পার রিক্রুটমেন্ট, ৩৬০৩ সংখ্যারও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্টাফ সিলেকশন কমিশন! জানুন বিস্তা

Latest Videos

Bank of Baroda Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)
পদের নাম: ম্যানেজার 
শূন্যপদের সংখ্যা: ১৫৯টি
কাজের স্থান:     
অন্ধ্রপ্রদেশ/তেলেঙ্গানা ৫
অরুণাচল প্রদেশ ২
আসাম ৪
বিহার ৭
ছত্তিশগড় ৫
গোয়া ৩
গুজরাট/দমন এবং দিউ/দাদার এন হাভেলি ১৮
হরিয়ানা/পাঞ্জাব ১০
হিমাচল প্রদেশ ৩
জম্মু ও কাশ্মীর ১
ঝাড়খণ্ড ৩
কর্ণাটক ৭
কেরালা ৫
এমপি ৭
মহারাষ্ট্র ২৩
মণিপুর ১
মেঘালয় ১
মিজোরাম ১
নাগাল্যান্ড ১
দিল্লির NCT/NCR ১০
ওড়িশা ৭
রাজস্থান ৭
তামিলনাড়ু/পুদুচেরি ৫
ত্রিপুরা ১
উত্তরপ্রদেশ/উত্তরাখণ্ড ১৫
পশ্চিমবঙ্গ/সিকিম/আন্দামান নিকোবর ৭
শূন্যপদের বিবরণ: 
এসসি- ২৩টি পদ
এসটি- ১১টি পদ
ওবিসি- ৪২টি পদ
অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণি- ১৫টি পদ
জেনারেল ক্যাটাগরি– ৬৮টি পদ
Bank of Baroda Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে ডিগ্রি (স্নাতক) থাকা আবশ্যিক। 
অভিজ্ঞতা:
ন্যূনতম ২ বছরের সামগ্রিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ১ বছরের অভিজ্ঞতা ব্যাঙ্ক/NBFCs বা আর্থিক প্রতিষ্ঠান এবং এই সম্পর্কিত ভারতীয় ইন্ডাস্ট্রিগুলিতে।

Bank of Baroda Recruitment 2022: বয়স সীমা
২৩ থেকে ২৫ বছরের মধ্যে 
Bank of Baroda Recruitment 2022: কীভাবে আবেদন করবেন?
ব্যাঙ্কের ওয়েবসাইট www.bankofbaroda.in/Career.htm-এ গিয়ে এবং উপযুক্ত অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটে অনলাইনে রেজিস্ট্রেশন করুন, 
ব্যাঙ্কের ওয়েবসাইট এবং ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং ইত্যাদি ব্যবহার করে আবেদন ফি প্রদান করুন।
অনলাইন আবেদন পূরণ করার সময় নিজেদের বায়ো-ডেটা আপলোড করুন। এছাড়াও, প্রার্থীকে তাদের স্ক্যান করা ছবি, সিগনেচার এবং তাদের যোগ্যতা সম্পর্কিত অন্যান্য ডুকেমন্ট আপলোড করতে হবে।

প্রার্থীরা bankofbaroda.in -এ অফিসিয়াল ওয়েবসাইটে সংশ্লিষ্ট প্রয়োজনীয়তা দেখে নিতে পারেন। 
Bank of Baroda Recruitment 2022: আবেদন ফী
জেনারেল ক্যাটাগরি, অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণি এবং ওবিসি প্রার্থীদের জন্য ৬০০ টাকা আবেদন ফি দিতে হবে (কর + পেমেন্ট গেটওয়ে চার্জ) সহ। অন্যদিকে ১০০ টাকা আবেদন ফি দিতে হবে (কর + পেমেন্ট গেটওয়ে চার্জ) সহ এসসি, এসটি, শারীরিক প্রতিবন্দী এবং মহিলাদের জন্য।
এছাড়াও এখানে উদ্ধৃত লিঙ্কের https://www.bankofbaroda.in/career.htm মাধ্যমে সরাসরি আবেদন করতে পারেন ।
 সম্পূর্ণ নোটিশের লিঙ্ক https://freeebook.jagranjosh.com/free-pdf-page?file=bob-manager-notification.pdf

আরও পড়ুন- HPCL Recruitment 2022- হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের বিভিন্ন পদে নিয়োগ, জানুন আবেদনের নিয়ম

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari