Constable Recruitment 2021- মেগা রিক্রুটমেন্ট, ৪৪৩৮ শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন

পুলিশের চাকরির স্বপ্ন যারা দেখেন তাদের কাছে সুবর্ণ সুযোগ। পুলিশের শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো দফতর। জেনে কীভাবে Apply করবেন?
 

শতাব্দী কর, প্রতিবেদক- প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজস্থান পুলিশ (Rajasthan Police)। ৩ ডিসেম্বর শেষ হচ্ছে আবেদনের তারিখ। রাজস্থান পুলিশের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কনস্টেবল (Constable) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা পুলিশ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট police.rajasthan.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে 

আরও পড়ুন- RBI On Crypto-দেশের অর্থনৈতিক স্থিতি নষ্ট করতে পারে ক্রিপটো মার্কেট, সতর্কবার্তা RBI গভর্নরের

Latest Videos

Raj Police Constable Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি সূত্র জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ৩ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট (Website) দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- Paytm IPO Record-নায়কার পর IPO-তে সাফল্য Paytm-র, IPO-র শেষ দিনে পুরো সাবস্ক্রাইবড সংস্থার শেয়ার

Raj Police Constable Recruitment 2021:  নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: রাজস্থান পুলিশ (Rajasthan Police)
পদের নাম: কনস্টেবল
শূন্যপদের সংখ্যা: ৪৪৩৮টি
শূন্যপদের বিবরণ: নির্বাচিত প্রার্থীদের রাজস্থান পুলিশের অধীনে কনস্টেবল জিডি, কনস্টেবল টেলিকম, কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ব্যান্ড ইত্যাদি পদগুলিতে নিয়োগ করা হবে।

Raj Police Constable Recruitment 2021:  শিক্ষাগত যোগ্যতা 
কনস্টেবল জিডি এবং কনস্টেবল টেলিকম পদের জন্য প্রার্থীদের সরকার স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। 
কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ব্যান্ড পদের জন্য প্রার্থীদের সরকার স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হওয়া বাঞ্ছনীয়।

Raj Police Constable Recruitment 2021: কীভাবে আবেদন করতে হবে?
প্রার্থীরা নিম্নে প্রদত্ত এই পদক্ষেপগুলি অবলম্বন করে আবেদন করতে পারেন
স্টেপ-১ প্রার্থীদের শুরুতে রাজস্থান পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে sso.rajasthan.gov.in যেতে হবে
স্টেপ-২ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে
স্টেপ-৩ লগইন বা রেজিস্ট্রার অনলাইন অপশনে ক্লিক করতে হবে
স্টেপ-৪ সমস্ত প্রয়োজনীয় তথ্য ও নথি সহ আবেদনপত্রটি পূরণ করতে হবে
স্টেপ-৫ আবেদন ফি জমা দিতে হবে
স্টেপ-৬ ‘সাবমিট’ অপশনে ক্লিক করে আবেদনপত্র জমা করতে হবে
স্টেপ-৭ সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সমাপ্ত হলে প্রার্থীরা জমা দেওয়া আবেদনপত্রের প্রমাণ স্বরূপ এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন 
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করতে চাইলে সরাসরি এই লিঙ্কটি https://sso.rajasthan.gov.in/signin ব্যবহার করে আবেদন করতে পারেন।

আরও পড়ুন- Hawker wins 1Cr-লাক বাইচান্স,৩০ টাকার লটারি, হকারি থেকে কোটিপতি বীরুভূমের বাসিন্দা

 

Share this article
click me!

Latest Videos

সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury
রাফাল যুদ্ধবিমান বনাম লুঙ্গি! হাস্যকর আস্ফালন বাংলাদেশের BNP নেতার | Bangladesh News | Rafale
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?