NCSCM Recruitment 2022- মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল সেন্টার ফর সাসটেনবল কোস্টাল ম্যানেজম


আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.ncscm.res.in থেকে আবেদন করতে পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

 

শতাব্দী কর, প্রতিবেদক- মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল সেন্টার ফর সাসটেনবল কোস্টাল ম্যানেজমেন্ট (National Centre for Sustainable Coastal Management)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রজেক্ট অ্যাসোসিয়েট (project associate), প্রজেক্ট সায়েন্টিস্ট (project scientist) ও অন্যান্য  পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.ncscm.res.in থেকে আবেদন করতে পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

Latest Videos

 

NCSCM Recruitment 2022: আবেদনের তারিখ

বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ থেকে। ইচ্ছুক প্রার্থীদের ২৩ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।

NCSCM Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল সেন্টার ফর সাসটেনবল কোস্টাল ম্যানেজমেন্ট (National Centre for Sustainable Coastal Management)

পদের নাম: প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট সায়েন্টিস্ট ও অন্যান্য

শূন্যপদের সংখ্যা: ১০৪টি

বিজ্ঞাপন নম্বর: HR01/2022

তারিখ: ০৯/০২/২০২২

শূন্যপদের বিবরণ:

প্রজেক্ট অ্যাসোসিয়েট III- ২টি পদ

প্রজেক্ট সায়েন্টিস্ট III- ২টি পদ

প্রজেক্ট সায়েন্টিস্ট II- ১০টি পদ

প্রজেক্ট সায়েন্টিস্ট I- ১৩টি পদ

প্রজেক্ট অ্যাসোসিয়েট III- ৩৪টি পদ

প্রজেক্ট অ্যাসোসিয়েট II- ২০টি পদ

প্রজেক্ট অ্যাসোসিয়েট II- ৭টি পদ

রিসার্চ অ্যাসোসিয়েট - ২টি পদ

টেকনিক্যাল ইঞ্জিনিয়ার IV- ১টি পদ

টেকনিক্যাল ইঞ্জিনিয়ার II- ২টি পদ

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট IV- ৩টি পদ

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট I- ২টি পদ

অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট III- ১টি পদ

অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট IV- ১টি পদ

অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট II- ২টি পদ

অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট I- ২টি পদ

মাল্টি-টাস্কিং স্টাফ- ৩টি পদ

পোস্ট/পোস্টের সংখ্যার বিশদ বিবরণের জন্য বিজ্ঞপ্তি লিঙ্কটি দেখুন।

NCSCM Recruitment 2022: আবেদনের যোগ্যতা

প্রজেক্ট অ্যাসোসিয়েট  III- প্রাকৃতিক বিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান/সামুদ্রিক জীববিজ্ঞান/সামুদ্রিক বিজ্ঞান/জীবন বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, কাজের প্রকৃতির সাথে প্রাসঙ্গিক ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা

প্রজেক্ট সায়েন্টিস্ট III- মাইক্রোবায়োলজিতে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি মাইক্রোবায়োলজি/লাইফ সায়েন্স, কাজের প্রকৃতির সঙ্গে প্রাসঙ্গিক ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা।

 

প্রজেক্ট সায়েন্টিস্ট II- প্রথম শ্রেণীর মেরিন বায়োলজি/সামুদ্রিক বিজ্ঞান স্নাতকোত্তর ডিগ্রি কাজের প্রকৃতির সাথে প্রাসঙ্গিক ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা

প্রজেক্ট অ্যাসোসিয়েট III- সামুদ্রিক জীববিজ্ঞান/সামুদ্রিক বিজ্ঞান/জীবনে স্নাতক ডিগ্রি কাজের প্রকৃতির সঙ্গে প্রাসঙ্গিক ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট- জিওইনফরমেটিক্স/জিওসায়েন্স/এনভায়রনমেন্টাল সায়েন্স/কোস্টাল ম্যানেজমেন্ট/জিওলজি/জিওগ্রাফি/রিমোট সেন্সিং-এ প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি জিআইএস/ ন্যাচারাল সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি, কাজের প্রকৃতির সঙ্গে প্রাসঙ্গিক ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা

মাল্টি-টাস্কিং স্টাফ- দশম শ্রেণি পাস

উপরের পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতার বিশদ বিবরণের জন্য অনুগ্রহ করে বিজ্ঞপ্তি লিঙ্কটি https://www.ncscm.res.in/cms/careers/pdf/2022/HR0122.pdf দেখুন।

বিশদ বিবরণের জন্য প্রার্থীরা এই লিঙ্কটি https://www.ncscm.res.in/cms/careers/pdf/2022/HR0122.pdf ব্যবহার করতে পারেন।

NCSCM Recruitment 2022: বয়সসীমা

প্রজেক্ট অ্যাসোসিয়েট পদের জন্য সর্বোচ্চ বয়স ৪৫ বছর। প্রেজেক্ট সায়েন্টিস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য সর্বোচ্চ বয়স ৫০ বছর এবং রিসার্চ অ্যাসোসিয়েটের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর। মাল্টি-টাস্কিং কর্মীদের বয়স সীমা ৩৫ বছর।

আরও পড়ুন: নৈনিতাল ব্যাংঙ্ক-এ মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ, আজই আবেদন করুন

আরও পড়ুন: SBI SCO Recruitment 2022- কর্মী নিয়োগ এসবিআই-এ, আজই আবেদন করুন

আরও পড়ুন: CSIR CEERI Recruitment 2022- বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সেন্ট্রাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

Share this article
click me!

Latest Videos

রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border
'তৃণমূলের ছোট-মাঝারি-বড় সব মাথার ছাতা Mamata Banerjee', তীব্র আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
আমরা হিন্দুরা কী বানের জলে ভেসে এসেছি? মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন Agnimitra Paul
‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
তৃণমূল থেকে সাসপেন্ড Arabul Islam, উল্লাসে মাতলেন Saokat Molla-র অনুগামীরা