ভারতে দৈনিক করোনা সংক্রমণের হার বাড়ল। ৩ লক্ষ ৭৮ হাজার থেকে গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্ত ৩ লক্ষ ৮৬ হাজার ছাড়িয়ে গেল। দৈনিক সংক্রমণের মাত্রা যেভাবে বাড়ছে তাতে ৪ লক্ষ সংখ্যাটাও খুব দূরে মনে হচ্ছে না। টানা ৯দিন ভারতে সংক্রমণের দৈনিক সংখ্যা ৩ লক্ষের উপরে থাকলে। যা সংখ্যাগুলো শুধু উদ্বেগের নয়, আশঙ্কারও। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা সাড়ে ৩ হাজারের কাছাকাছি। দেশে করোনায় মোট মৃত্যু ২ লক্ষ ৪ হাজার ছাড়িয়েছে। দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার। মোট সক্রিয় রোগী ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮। আশার কথা দুটো, ১) করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৫৩ লক্ষেরও বেশি মানুষ। ২) দেশে মোট টিকাকরণ হয়েছে ১৫ কোটি ২২ লক্ষের বেশি।
আরও পড়ুন: অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, মাস্ক নিয়ে ভারতে এল মার্কিন সাহায্য
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। করোনার শৃঙ্খলা ভাঙতে দিল্লি, কর্ণাটক, গোয়া সহ বেশ কয়েকটি রাজ্যে লকডাউনে চলে গিয়েছে। করোনায় নানা বিধিনিষেধ আরোপ করেছে দেশের বিভিন্ন রাজ্য। আগামী দিনে জেলাভিত্তিক লকডাউনের সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: কোভিডে বাংলায় রেকর্ড মৃত্যু বাংলায়, সংক্রমণে কলকাতাকে টপকে শীর্ষে উত্তর ২৪ পরগণা
পয়লা মে থেকে শুরু হতে চলেছে তৃতীয় দফার টিকাকরণ। দেশের ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে। রাশিয়ার স্পুটনিক ভ্য়াকসিন আসছে ১মে। চলছে কোভাক্সিন, কোভিশিল্ডের টিকা দেওয়ার কাজ। টিকাকরণই এখন করোনার বিরুদ্ধে যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র।