কোভিড টিকার সরবরাহ নিয়ে মুখ খুলল কেন্দ্র, হিসেব দিল কত ডোজ করোনা টিকা রয়েছে রাজ্যে

  • করোনা টিকা নিয়ে মুখ খুলল কেন্দ্র
  • স্বষ্ট করে জানান রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে রয়েছে টিকা 
  • ৯০ লক্ষ টিকার ডোজ মজুত রয়েছে 
  • ১০ লক্ষ তিন দিনের মধ্যে পাঠান হবে

Asianet News Bangla | Published : May 7, 2021 10:11 AM IST / Updated: May 09 2021, 02:11 PM IST

করোনাভাইরাসের সংক্রমণ যত বাড়ছে ততই চাহিদা বাড়ছে করোনা টিকার। ইতিমধ্যেই ১৮ উর্ধ্বদেরও টিকা গ্রহণের দরজা খুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে অধিকাংশ রাজ্যই তাদের কাছে প্রয়োজনীয় টিকা নেই বলে অভিযোগ তুলতে শুরু করেছে। এই পরিস্থিতিতে শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকে জানিয়েছেন ৯০ লক্ষেরও বেশি করোনা টিকার ডোজ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির কাছে রয়েছে। আর আগামী দুই থেকে তিন দিনের মধ্যে  আরও ১০ লক্ষ টিকার ডোজ পাঠান হবে। 

কেন্দ্রীয় সরকার শুক্রবার জানিয়েছে, এপর্যন্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে ১৭.৩৫ কোটি ভ্যাকসিনের ডোজ সরবরাহ করেছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে ১৬ কোটিরও বেশি ডোজ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে পৌঁছে রয়েছে। এখনও পর্যন্ত ৯০ লক্ষেরও বেশি কোভিড ভ্যাকসিনের ডোজ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির কাছে মজুত রয়েছে। কিন্তু রাজ্যগুলির নেতিবাচক মনোভাবের জন্য সমস্যা তৈরি হচ্ছে। আগামী তিন দিনের মধ্যে আরও ১০ লক্ষ ডোজ রাজ্যগুলিকে দেওয়া হবে বলেও দাবি করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। 

Latest Videos

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে মহারাষ্ট্র, উত্তর প্রদেশ দিল্লিসহ ১০টি রাজ্যে দৈনিক সংক্রমণ ৭১.৮১ শতাংশের বেশি। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই রাজ্যে দেশে দৈনিক সংক্রমণ ৪ লক্ষের বেশি। মোট আক্রান্তের সংখ্য ২ কোটি ছাপিয়ে গেছে। দেশের প্রতিটি রাজ্যই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহামারির কারণে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে ১১ লক্ষ ৮০ হাজারেরও বেশি  ১৮-৪৪ বছর বয়স্কদের টিকা দেওয়া হয়েছে এখনও পর্যন্ত। সবথেকে বেশি টিকা দেওয়া হয়েছে মহারাষ্ট্রে। সেখানে কোটিরো বেশি মানুশকে টিকা প্রদান করা হয়েছে। বাংলার ওই বয়সের ২ হাজার ৭৫৭ জন টিকা পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২৩ লক্ষ টিকার ডোজ দেওযা হয়েছে। এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্যে স্বাস্থ্য কর্মী ও বয়স্কদের টিকা প্রদানের কাজ চলছে বলেও দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রক।   
 

Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
গার্ডেনরিচে নয়া মাইলফলক! আনুষ্ঠানিকভাবে রাজ্যপালের হাত ধরে আধুনিক ভেসেল নির্মাণের সূচনা!
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি