সারা দেশে একটানা ২১ দিনের লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। প্রত্যেকেই কোভিড-১৯-এর জেরে গৃহবন্দি। সারা বিশ্ব জুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। আর এই মারণ ভাইরাস আটকাতে বিভিন্ন জিনিসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও সকলেই যে সরকারের নিয়ম মতো এই লকডাউন মেনে চলছেন তেমনটাও নয়। নিজের ইচ্ছামতোই সবটা করে যাচ্ছেন অনেকেই। আর এবার তার প্রমাণ মিলল হাতেনাতে।
করোনার জেরে ইতিমধ্যেই তামাকজাত পণ্য, মদের দোকান সমস্ত বন্ধ রাখা হয়েছে। কিন্তু যাদের নেশা করতেই হবে তারা কিন্তু যে কোনও উপায়েই সেটা করছে। আর তারই প্রমাণ মিলল এই ভিডিওটিতে। ঘটনাটি ঘটেছে গুজরাটের মরবি শহরে। পানমশালার জন্য গুজরাট যেটা চায় সেটাই করতে পারে। তা আবারও প্রমাণ করে দেখিয়ে দিল। ইতিমধ্যেই সারা বিশ্ব জুড়ে দাঁপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। যতদিন যাচ্ছে হু হু বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এহেন পরিস্থিতিতে দাঁড়িয়েও এরা নিজেদের কাজ ঠিক চালিয়ে যাচ্ছে। এদিকে গুজরাটে গুটখা, পানমশালার প্রোডাকশন বন্ধ, কারখানা বন্ধ, আমদানি-রপ্তানি সবকিছুই শিকেয় উঠেছে। শুধু তাই নয় গুজরাটের সমস্ত জায়গাতেই নিষিদ্ধ করা হয়েছে এই তামাকজাত পন্য। তারপরই রমরমিয়ে সেইসব নিষিদ্ধ উপাদান সরবরাহ চলছে।ভিডিওটি ভাইরাল হতেই পানমশালা মালিককে গ্রেফতার করা হয়েছে।