মৌনির জীবনে রিয়েল হিরোকে, হাত জোড় করে কী প্রার্থণা করলেন মৌনি

Published : May 06, 2021, 09:36 AM ISTUpdated : May 06, 2021, 09:40 AM IST
মৌনির জীবনে রিয়েল হিরোকে, হাত জোড় করে কী  প্রার্থণা করলেন মৌনি

সংক্ষিপ্ত

গোটা দেশ জুড়ে করোনার কোপ খুব ছোট্ট সাহায্যও এই সময় অনেক  হাত জোড় করে আর্জি মৌনির  মুহূর্তে ভাইরাল ভিডিও 

বলিউডের হট স্টানিং  ডিভা মৌনি রায়। যাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় ভক্তদের উপচে পড়া ভিড় নজরে আসে প্রতিটা মুহূর্তেই। সেই তালিকা থেকে বাদ পড়ে না দেশের কোনও প্রান্তের ভক্তরাই। এই কঠিন মহামারীর সময় সেই সকল ভক্তদের উদ্দেশ্যে কি বললেন অভিনেত্রী। বর্তমানে সাধ্য মত সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সকলের পাশে দাঁড়াতে মরিয়া সেলেব মহল। একের পর এক তারকাদের দেখা যাচ্ছে মহামারীর সময় সক্রিয় হয়ে উঠতে। 

আরও পড়ুন- 'সাম্প্রদায়িক দাঙ্গাকে উষ্কানি দিচ্ছেন কঙ্গনা', বাতিল হলেন টুইটর থেকে, এরপরই নিজের ঘর কু-তে হাজির   

 

 

কেু আর্জি জানাচ্ছেন সাহায্যের, কেউ আবার খোদ মাঠে নেমে লড়াইয়ে হচ্ছেন সামিল। কেউ দিচ্ছেন অর্থ সাহায্য, কেই আবার খাবার নিয়ে দোরে দোরে হাজির। এই ছবিটা এখন বিটাউন থেকে শুরু করে টলিপাড়া, সর্বত্রই এক। কঠিন লড়াইয়ে একযোগে লড়তে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তবে একসঙ্গে সুস্থ হয়ে উঠবে গোটটা দেশ। এবার সেই কথাই আরও একবার মনে করিয়ে দিলেন মৌনি  রায়। 

 

 

সোশ্যাল মিডিয়ায় তাঁর বর্তমান হিরোদের ছবিও  করলেন শেয়ার। না, পর্দায় বন্দুক হাতে, কিংবা রোম্যান্স কিং-এরা নন, এনারা হলেন ডাক্তার, স্বাস্থ্যকর্মী, বর্তমানে রিয়েল হিরো বলতে এঁদেরেকেই বোঝে গোটা  দুনিয়া। যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন সাধ্যমত। এই পরিস্থিতিতে গিভ ইন্ডিয়াতে  অনুদান দিয়ে মানুষকে সাহায্য করতে এগিয়ে আসার আর্জি নিয়ে হাজির মৌনি। মুহূর্তে ছড়িয়ে পড়ল পোস্ট। 

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo