করোনার গ্রাসে প্রায় অর্দ্ধেক ভারত, দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৯ হাজারের গণ্ডি

  • দেশে করোনায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল
  • আক্রান্তের সংখ্যা ৯ হাজারের বেশি
  • করোনা সংক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা ১০টি জেলার
  • এই তালিকায় সবার আগে রয়েছে দিল্লি ও মুম্বই
করোনাভাইরাসে এদেশে মৃতের সংখ্যা এবার ৩০০ ছুঁয়ে ফেলল। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড ১৯ রোগে মৃত্যু হয়েছে ৩৫ জনের। পলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৮। আর গোটা দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের ঘটনা ৯,১৫২। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৮৫৬ জন। ফলে দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যআ সরকারি ভাবে ৭,৯৮৭।
 
এদেশে করোনা সংক্রমণের ঘটনায় এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে মহারাষ্ট্রই। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা প্রায় দু'হাজার ছুঁই ছুইঁ। এখনও পর্যন্ত সরকারে ভাবে সংক্রমণের কেস ১,৯৮২। অন্যদিকে রাজধানী দিল্লিতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ১,১৫৪। আর তৃতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে করোনা সংক্রমণের ঘটনা ১,০৭৫টি। 


এসি থেকেও সংক্রমণের ভয়, কীভাবে করবেন প্রতিরোধ দেওয়া থাকল তার সুলুকসন্ধান
করোনায় জেরবার বিশ্বে নতুন করে আশঙ্কার মেঘ, এবার উত্তর মেরুর ওজন স্তরে দেখা দিল ছিদ্র
৭৬ দিনের লকডাউন উঠতেই উহানে বিয়ের ধুম, আবেদন জমা পড়ল ৩০০ গুণ বেশি

এদেশে ৭২৭টি জেলার মধ্যে এখনও পর্যন্ত ৩৩০টি জেলাতে করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। যা দেশের মোট জেলা সংখ্যার প্রায় অর্দ্ধেক। তবে করোনা আক্রান্ত জেলাগুলির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা প্রথম ১০টি জেলাতেই। যার মধ্যে রয়েছে মুম্বইর শহর ও দেশের রাজধানী দিল্লি। 

পরিসংখ্যান বলছে দেশের অর্দ্ধেক জেলা করোনা আক্রান্ত হলেও এর মধ্যে ২৩৮টি জেলাতে সংক্রমণের সংখ্যা ১০-এর  কম। ৫৭টি জেলাতে আক্রান্তের সংখ্যা ১০ থেকে ৫০ জনের মধ্যে। তবে সংক্রমণের তালিকায় প্রথম ১০-এ  থাকা জেলাগুলিতেই আক্রান্তের সংখ্যা ৪০ শতাংশ। যার মধ্যে রয়েছে মুম্বই, হায়দরাবাদ, ইন্দোর, পুনে, চেন্নাই, নয়াদিল্লির মত বড় শহরগুলি। এখানেই রয়েছেন সবচেয়ে বেশি করোনা আক্রান্তরা। 

Latest Videos

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন