করোনাভাইরাস মোকাবিলায় লকডাউন নিয়ে মা ও ছেলে কেউই দ্বিমত প্রকাশ করেননি। কিন্তু প্রথম দফার লকডাউন শেষ হওয়ার আগে দুজনেই সরব হলেন সোশ্যাল মিডিয়ায়। মা অবশ্য কোনও দাবি জানননি কেন্দ্রীয় সরকারের কাছে। তবে ছেলে চেয়েছেন স্মার্ট লকডাউন। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার আগেই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি একটি ভিডিও বার্তা পাঠান। মারাত্ম ছোঁয়াচে এই জীবানুর বিরুদ্ধে ভারতবাসীর ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা তুলে ধরেন। তিনি বলেন এটাই তো দেশে প্রেম। যেখানে প্রত্যেক দেশের প্রতিটি মানুষ কোনও না কোনও ভাবে এই লড়াইয়ে সামিল হয়েছেন। পাশাপাশি জরুরী পরিষেবা প্রদানকারীদেরও কৃতজ্ঞতা জানান। নাম না করে অবশ্য কিছুটা খোঁচাও দেন কেন্দ্রীয় সরকারকে। তিনি বলেন এখনও পর্যন্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের পর্যাপ্ত পার্সোনাল প্রোটেকশান ইকিউপমেন্ট নেই। কিন্তু তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সাফাইকর্মীদেরও ধন্যবাদ জানান সনিয়া। একই সঙ্গে পুলিশসহ জওয়ানদেরও কৃতজ্ঞতা জানান কংগ্রেস সভানেত্রী। এদিন ভিডিও বার্তায় জানিয়েছেন দেশের মানুষের এই লড়াইয়ে পাশে রয়েছে কংগ্রেস।