ইদ মুবারাক, মহামারী, আংশিক লকডাউন, ফিকে হওয়া আনন্দের মাঝেও উপহার তুলে দিয়ে হাসি ফোঁটালেন রাজ

Published : May 13, 2021, 05:33 PM IST
ইদ মুবারাক, মহামারী, আংশিক লকডাউন, ফিকে হওয়া আনন্দের মাঝেও উপহার তুলে দিয়ে হাসি ফোঁটালেন রাজ

সংক্ষিপ্ত

করোনা মহামারীর মাঝেই আরও এক ইদ বন্ধ সেলিব্রেশন, নেই আনন্দের আমেজ তারই মাঝে খানিক উৎসবমুখী করে তুলেন রাজ আয়োজন করলেন রেশন বিতরণের

করোনার কোপে আরও এক ইদের উৎসব। নেই প্রতিবারের মত আলোর রসনাই, নেই উৎসবের আমেজ। চারিদিকে কেবলই হাহাকার। মানুষ নিজের প্রাণ বাঁচাতে ঘরে বন্দি। একের পর এক মর্মান্তিক ছবি ফরা পড়ছে সাধারণ মানুষের চোখে। সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠছে ভাইরাল। রমজান মাসের শেষে তাই ঘরোয়াভাবেই পালন হবে, এরই মাঝে মানুষের মুখে খানিক হাসি ফোটালেন বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। 

আরও পড়ুন- নিজের ব্লগ এবার বন্ধ করতে চান অমিতাভ, কী দেখে এমন সিদ্ধান্ত বিগ বি-র 

এলাহি আয়োজনে বিতরণ করলেন ব়্যাশন। নিজে হাতে তুলে দিলেন শাড়ি, চাল, ডাল আরও কত কি। স্টলে স্টলে লেখা ইদ মুবারক। ভোটের নির্বাচনের সময় তিনি জানিয়েছিলেন, তিনি জিতে গেছেন, এখন তিনি বিজয় মিছিল করছেন। ফলাফলও ঠিক তাই হল। জয়ী হওয়ার পরই নিজের দেওয়া কথা পালন করতে শুরু করলেন রাজ। তৈরি করলেন কোভিড কেয়ার হাসপাতাল। 

এলাকার মানুষের সুবিধে অসুবিধে দেখা বেড়াচ্ছেন তিনি। তারই মাঝে দিচ্ছেন পরিবারকে সময়। ইদের মরসুমে সকলকে উপহার দিতে এগিয়ে এলেন রাজ। সাধারণ মানুষের মুখে হাসি ফোঁটালেন তিনি। এই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে ভক্তমহলে। সকলেই নব নির্বাচিত বিধায়কের প্রশংসায় পঞ্চমুখ। 

PREV
click me!

Recommended Stories

বন্দে মাতরম সম্পাদনা কি দেশভাগের কারণ? অমিত শাহের মন্তব্যে তোলপাড়
দেশজুড়ে বিমান বিপর্যয়ে মোদীর নিশানায় ইন্ডিগো, উড়ান পরিষেবায় কাঁটছাট কেন্দ্রের