ভারতের পাশে বিশ্ব- জাপান থেকে এল অক্সিজেন কনসেনট্রেটর, কানাডা থেকে ২৫ হাজার রেমডিসিভির

Published : May 08, 2021, 04:58 PM ISTUpdated : May 08, 2021, 05:03 PM IST
ভারতের পাশে বিশ্ব- জাপান থেকে এল অক্সিজেন কনসেনট্রেটর, কানাডা থেকে ২৫ হাজার রেমডিসিভির

সংক্ষিপ্ত

কোভিড যুদ্ধে লড়তে ভারতের পাশে দাঁড়িয়েছে গোটা বিশ্ব আজ কানাডা থেকে এল অক্সিজেন কনসেনট্রেটর, রেমডিসিভির জাপান থেকে এসেছে ১০০টি অক্সিজেন কনসেনট্রেটর জার্মানি পাঠিয়েছে অক্সিজেন প্লান্ট

কোভিড যুদ্ধে ভারতের পাশে বিশ্ব। করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমশ করোনা আক্রান্ত বেড়ে চলায়, ভারতের বিভিন্ন জায়গা থেকে আসছে রোগীদের জন্য প্রয়োজনীয় জীবনদায়ী অক্সিজেনের প্রয়োজন বাড়ছে। বেশ কিছু জায়গায় অক্সিজেনের অভাবটা হাহাকারেও পরিণত হয়েছে। আর ভারতের এই কঠিন সময়ে আন্তর্জাতিক মহল সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আজ সূর্যোদয়ের দেশ জাপান থেকে উড়ে এল সাহায্য। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, আমাদের বন্ধু দেশ জাপানের কাছ থেকে ১০০টি অক্সিজেন কনসেনট্রেটর এসেছে ভারতে। ক মাস পরেই অলিম্পিক আয়োজন করতে চলা জাপান এখন তাদের দেশ কোভিড যুদ্ধ লড়ছ। টোকিও সহ দেশের বিভিন্ন জায়গায় চলছে কড়া লকডাউন।

আরও পড়ুন: উহানের দেশ চিনে ৩০.৮ কোটি ডোজ টিকাদান, চাঙ্গা হচ্ছে অর্থনীতিও

উত্তর আমেরিকার কানাডা থেকে আবার এল ৫০টি ভেন্টিলেটর ও করোনার ওষুধ রেমডেসিভির। কানাডা থেকে মোট ২৫ হাজার শিশি রেমডিসিভির এসেছে। করোনার ওষধু রেমডিসিভির-এরও দেশের বেশ কিছু অংশে অভাব দেখা দিয়েছে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে ব্রাত্য বসু, অসুস্থতার জেরে নিতে পারলেন না শপথ

এশিয়া, উত্তর আমেরিকা মত আজ ইউরোপ থেকেও এল সাহায্য। ৪ লক্ষ লিটার লিক্যুইড অক্সিজেন উৎপাদন করার ক্ষমতা রাখা অক্সিজেন প্লান্ট পাঠাল জার্মানি।

 

এই অক্সিজেন প্লান্টটি সর্দার বল্লভভাই প্যাটেল কোভিড হাসপাতালে বসানো হয়েছে।      

 

PREV
click me!

Recommended Stories

ইম্ফল রোডে তোলাবাজির অভিযোগ, ইউএনএলএফ ক্যাডারকে গ্রেফতার করল মণিপুর পুলিশ
'ভারত বাবরের দেশ নয়', হুঙ্কার রামদেবের, পাল্টা তোপ তৃণমূলের শত্রুঘ্নর