সাহায্য চেয়ে সোনুর বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ, একে একে সবার আর্জি শুনছেন অভিনেতা

Published : May 07, 2021, 08:49 AM IST
সাহায্য চেয়ে সোনুর বাড়ির  সামনে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ, একে  একে সবার আর্জি শুনছেন অভিনেতা

সংক্ষিপ্ত

সোনু সুদের বাড়ির সামনে সাহায্যের আর্জি  ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ  নিজে দাঁড়িয়ে সকলের কথা শুনলেন সোনু মুহূর্তে ভাইরাল ভিডিও 

সাধারণের কাছে এখন সোনু এখন ভগবান। তাই তাঁর দুয়ারেই সাধারণ মানুষ বর্তমানে ভিড় জমাচ্ছেন। চোখের জল ও মনে ভরসা আশা নিয়ে সকলেই নিজেদের আর্জি জানাতে ছুঁটে যাচ্ছেন সোনুর কাছে। না এক দিন কিংবা দুদিনের সাহায্য নয়, টানা এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সোনু সুদ। প্রতিটা মুহূর্তে মানুষের আর্জি ও আবেদনে সাড়া দিয়েছেন তিনি। তাই তিনিই এখন সাধারণের ভরসা। 

আরও পড়ুন- টিকাকরণের পাশাপাশি মিলবে সিনেমা দেখার সুযোগ, গরমে দিতে হবে না লাইনও, সৌজন্যে প্রিয়া সিনেমাহল 

সম্প্রতি সেই ছবি উঠে এলো সকলের সামনে। সোনু সুদের বাড়ির সামনে সোশ্যাল ডিস্টেন্স মেনেই দাঁড়িয়ে আছেন বহু মানুষ। কারুর হাতে প্রেসক্রিপশন, কারুর হাতে চিঠি, কেউ চাইছে একটা বেড, কেউ অক্সিজেন, কেউ আবার একটা চাকরি। কাউকে ফিরিয়ে দিতে নারাজ সোনু। নিজে বাড়ি থেকে বেরিয়ে সকলের সঙ্গে দেখা করছেন তিনি। সেই ছবি ধরা পড়ল এবার ফ্রেমে। 

 

 

মানুষের চরম বিপদের দিনে যেভাবে সোনু পাশে দাঁড়ালেন, তা এক কথায় এক উপমা  হয়ে রয়ে  গেল। প্রতিটা মানুষের প্রাণ বাঁচাতে মরিয়া সোনু। যাঁরা চলে যাচ্ছেন, অকালে প্রাণ হারাচ্ছেন, তাঁদের পরিবারের ওপর দিয়ে ঠিক কি বইছে তা আঁচ করতে পেরেই আবেগঘন পোস্টও করেন সোনু। প্রতিটা মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টাই যেন তাঁর অঙ্গীকার। তবুও শত চেষ্টা করেও কাউকে হারাতে হচ্ছে পরিজনদের, কেউ আবার সাহায্যের অপেক্ষায় হারাচ্ছেন কাছের মানুষকে, এই ছবি মেনে নিতে পারছেন না সোনু, ফলে সাহায্যের জন্য মরিয়া অভিনেতা। 

PREV
click me!

Recommended Stories

Vande Mataram: জানেন বন্দে মাতরমের কোন একটি শব্দ, যা নিয়ে স্বাধীনতার এত বছর পরেও শেষ হয়নি বিতর্ক!
প্রধানমন্ত্রী মোদীর প্রথম জর্ডান সফর 'ঐতিহাসিক', বললেন ভারতীয় দূত