দেশে করোনার ঢেউ আছড়ে পড়েছে। সাধারণ মানুষ থেকে সমাজের পেশার মানুষ, রাজনীতিবিদ, সাংবাদিক, সেলেব্রিটিদের মৃত্যুর খবর আসছে রোজ রোজ। এবার দেশে করোনা মৃত্যুর তালিকায় যোগ হল ভারতে কাজ করা এক বিদেশী কুটনীতিবিদের। আফ্রিকার দেশ তানজানিয়ার ভারতে নিযুক্ত এক কুটনীতিবিদ কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তাঁর নাম মোসেস বিয়াতুস মালুলা। তিনি তানজানিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের পরামর্শদাতা। কোভিডে আক্রান্ত হওয়ার আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দিল্লির এক হাসপাতালে গত ২৮ এপ্রিল ভর্তি করা হয়েছিল। তাঁর মৃত্যুর খবর আজ সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এদিকে, কোভিডের কারণে দিল্লিতে বিভিন্ন দেশের দূতাবাসগুলির কুটনীতিকরা সমস্যা পড়েছেন। নিউ জিল্যান্ড, ফিলিপিন্স দূতাবাস থেকে সমস্যার খবর আসছে। করোনার প্রকোপ এখন ভারতে তীব্র মাত্রায়। যদিও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কিছুটা কমেছে। টানা ১০ দিন ধরে দৈনিক সংক্রমণ ৩ লক্ষের উপরে আছে। গতকাল দেশে কোভিডের কারণে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪১৭ জনের।
আরও পড়ুন: করোনা টিকা চেয়ে প্রভাবশালীদের হুমকি ফোন, দেশ ছেড়ে বিদেশে গিয়ে বিস্ফোরক সেরাম কর্তা
বিশ্বে প্রথম কোনও দেশে ২৪ ঘণ্টায় সংক্রমণের মাত্রা চার লক্ষ ছুঁয়ে ছিল। সোমবারের পর দেশে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেশ খানিকটা কমলেও টেস্টও হয়েছে বেশ কিছুটা কম। তাই এখনই স্বস্তি ফিরছে না। সংক্রমণের পাশাপাশি পাল্লা দিয়ে কমল দেশে ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা। রবিবার মৃত্যু ঘটেছে ৩ হাজার ৪১৭ জনের। মহারাষ্ট্রেও কমেছে মৃত্যুর সংখ্যা। দেশে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ৩৪ লক্ষ ১৩ হাজার ৬৪২ জন। আর এখানেই চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রের।