করোনা যুদ্ধে বাঙালি বিজ্ঞানীর অবদানে 'গর্বিত', টুইটে বার্তা রাজ্যপালের
করোনাকে কীভাবে বাগে আনা সম্ভব?
মহার্ঘ্য হয়ে উঠেছে হাইড্রক্সিক্লোরোকুইন
এ রাজ্যে তৈরি হবে ওষুধ
দায়িত্ব পেল বেঙল কেমিক্যালস
Tanumoy Ghoshal | Published : Apr 10, 2020 7:13 PM / Updated: Apr 10 2020, 07:30 PM IST
করোনাকে কীভাবে বাগে আনা সম্ভব? গোটা বিশ্বে এখন মহার্ঘ্য হয়ে উঠেছে হাইড্রক্সিক্লোরোকুইন। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদানের কথা স্মরণ করিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে তিনি লিখেছেন, 'কোভিড-১৯-এর চিকিৎসার জন্য বিশ্বের হাইড্রক্সিক্লোরোকুইন-এর কদর বেড়েছে। আমি গর্বিত যে, এর পিছনে বাংলার এক মানুষের অবদান রয়েছে।'
করোনা সংক্রমণ ছড়িয়েছে পড়েছে বিশ্বের সর্বত্রই। বিপদে পড়েছে আমেরিকাও। সবচেয়ে বেশি করোনা আক্রান্তের বাস এখন মার্কিন মুলুকেই! চার লক্ষ ছাড়িয়ে সংখ্যাটি এখন পাঁচ লক্ষের দিকে এগোচ্ছে। সংক্রমণ কীভাবে ঠেকাতে যাবে! রীতিমতো হিমশিম অবস্থা মার্কিন প্রশাসনের। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপদের সময়ে অবশ্য মুখ ফিরিয়ে নেয়নি ভারত। বরং ট্রাম্পের আবদার মেনে হাইড্রক্সিক্লোরোকুইন রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন মোদি সরকার। এদেশ থেকে ওষুধ যাচ্ছে ইজরায়েলেও।