হাবড়ায় দুয়ারে অক্সিজেন প্রকল্পের সূচনা করলেন বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। অন্যদিকে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের অনুপ্রেরণায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বারাসাতে কমিউনিটি কিচেন খোলা হল।
উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বন ও অপ্রচলিত শক্তি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে হাসপাতালে দুয়ারে অক্সিজেন প্রকল্প চালু হল।
এদিন রাজ্যের মন্ত্রী হাবরা পৌরসভার মাধ্যমে হাবরা হাসপাতালে ৫১টি অক্সিজেন সিলিন্ডার তুলে দিলেন। হাবরা পৌরসভার ১৪টি অক্সিজেন সিলিন্ডার মিলিয়ে মোট ৬৫টি সিলিন্ডার দুয়ারে অক্সিজেন প্রকল্পের আওতায় মানুষের কাছে পৌঁছাবে। এর আগে মন্ত্রীর উদ্যোগে হাসপাতালে ছটি বেডের অক্সিজেন পার্লার তৈরী হয়।
পাশাপাশি, খাদ্যমন্ত্রী রথীন ঘোষের অনুপ্রেরণায় বারাসাত খিলকাপুর দত্তপুকুর থানার অন্তর্গত এলাকায় কমিউনিটি কিচেনের ব্যবস্থা করল তৃণমূল যুব কংগ্রেস। পশ্চিম খিলকাপুরের এই কমিউনিটি কিচেনে মঙ্গলবার উপস্থিত হয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ খতিয়ে দেখলেন কিচেনের ব্যবস্থাপনা। গত ২৩ তারিখ রবিবার থেকে এই কমিউনিটি কিচেনের কাজ শুরু হয়েছে। প্রতিদিন প্রায় তিনশো লোককে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।
দুঃস্থ মানুষদের পাশাপাশি করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন দলীয় কর্মীরা। প্রতিদিনই খাবারের তালিকায় থাকছে ভাত মাছ মাংস ডাল। আগামী ৩ তারিখ পর্যন্ত এই কমিউনিটি কিচেন চলবে পশ্চিম খিলকাপুর অঞ্চলে। প্রয়োজনে আরো বেশিদিন খোলা রাখা হতে পারে এই কিচেন বলে জানান উদ্যোক্তারা।