লকডাউনে মানুষের পাশে রাজ্য সরকার, কমিউনিটি কিচেন থেকে দুয়ারে অক্সিজেন পরিষেবা শুরু

  • হাবড়ায় দুয়ারে অক্সিজেন প্রকল্পের সূচনা
  • প্রকল্পের সূচনা করলেন বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক
  • বারাসাতে কমিউনিটি কিচেন পরিষেবা চালু
  • খাদ্যমন্ত্রী রথীন ঘোষের অনুপ্রেরণায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগ

হাবড়ায় দুয়ারে অক্সিজেন প্রকল্পের সূচনা করলেন বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। অন্যদিকে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের অনুপ্রেরণায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বারাসাতে কমিউনিটি কিচেন খোলা হল। 
উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বন ও অপ্রচলিত শক্তি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে হাসপাতালে দুয়ারে অক্সিজেন প্রকল্প চালু হল।

এদিন রাজ্যের মন্ত্রী হাবরা পৌরসভার মাধ্যমে হাবরা হাসপাতালে ৫১টি অক্সিজেন সিলিন্ডার তুলে দিলেন। হাবরা পৌরসভার ১৪টি অক্সিজেন সিলিন্ডার মিলিয়ে মোট ৬৫টি সিলিন্ডার দুয়ারে অক্সিজেন প্রকল্পের আওতায় মানুষের কাছে পৌঁছাবে। এর আগে মন্ত্রীর উদ্যোগে হাসপাতালে ছটি বেডের অক্সিজেন পার্লার তৈরী হয়।

Latest Videos

পাশাপাশি, খাদ্যমন্ত্রী  রথীন ঘোষের অনুপ্রেরণায় বারাসাত খিলকাপুর দত্তপুকুর থানার অন্তর্গত এলাকায় কমিউনিটি কিচেনের ব্যবস্থা করল তৃণমূল যুব কংগ্রেস। পশ্চিম খিলকাপুরের এই কমিউনিটি কিচেনে মঙ্গলবার উপস্থিত হয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ খতিয়ে দেখলেন কিচেনের ব্যবস্থাপনা। গত ২৩ তারিখ রবিবার থেকে এই কমিউনিটি কিচেনের কাজ শুরু হয়েছে। প্রতিদিন প্রায় তিনশো লোককে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। 

দুঃস্থ মানুষদের পাশাপাশি করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন দলীয় কর্মীরা। প্রতিদিনই খাবারের তালিকায় থাকছে ভাত মাছ মাংস ডাল। আগামী ৩ তারিখ পর্যন্ত এই কমিউনিটি কিচেন চলবে পশ্চিম খিলকাপুর অঞ্চলে। প্রয়োজনে আরো বেশিদিন খোলা রাখা হতে পারে এই কিচেন বলে জানান উদ্যোক্তারা। 

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata