মুম্বইয়ে হঠাত অসুস্থ ব্রায়ান লারা! তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

Published : Jun 25, 2019, 04:24 PM ISTUpdated : Jun 25, 2019, 06:06 PM IST
মুম্বইয়ে হঠাত অসুস্থ ব্রায়ান লারা! তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

সংক্ষিপ্ত

মুম্বইয়ে হাসপাতালে ভর্তি করা হল ব্রায়ান লারাকে বুকে ব্যথা অনুভব করেন তিনি বিশ্বকাপের ধারাভাষ্য দিতে মুম্বইয়ে এসেছিলেন লারা তাঁর অবস্থা এখন স্থিতিশীল বেলই দাবি করা হচ্ছে  

চলছে আইসিসি বিশ্বকাপ ২০১৯। স্ট্রার স্পোর্টস ইন্ডিয়ার হয়ে ধারাভাষ্য দিতে মুম্বই এসেছিলেন ব্রায়ান লারা। মঙ্গলবার বেলা ১টা নাগাদ অনুষ্ঠান চলাকালীনই তিনি হঠাতই অসুস্থ হয়ে পড়লেন। তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের প্যারেলে গ্লোবাল হসপিটালে ভর্তি করা হয়।

হাসপাতালের তরফে এখনও বিশদে কিছু জানানো হয়নি। কিন্তু সূত্রের খবর তীব্র বুকে ব্যাথা নিয়ে লারাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গেই তাঁর ডাক্তারি পরীক্ষা শুরু হয়। এঞ্জিওগ্রাফি করা হয়। তার রিপোর্ট স্বাভাবিকই রয়েছে। খানিকক্ষণের মধ্যেই তাঁর অবস্থা স্থিতিশীল করে তোলেন চিকিৎসকরা। আরও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা না করে লারার অসুস্থতার কারণ নির্ণয় করা যাবে না।

আরও পড়ুন - এমনকী সচিনেরও নেই ছাড়! ২৪ বছর ক্রিকেট সেবার পর জুটল তীব্র অপমান

আরও পড়ুন - সিদ্ধান্ত নিক ধোনি, দলে চাই পন্থকে - জল্পনা উসকে দিলেন তাঁদের পূর্বসুরী

আরও পড়ুন - অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আস্তিনের লুকনো তাস তেন্ডুলকর! তৈরি হচ্ছে ইংল্যান্ড, দেখুন ভিডিও

গত কয়েক সপ্তাহ ধরেই স্টার স্পোর্টস সিলেক্ট ডাগআউট প্যানেলের হয়ে ধারাভাষ্য দিচ্ছেন লারা। ভারত-পাক ম্যাচের সময় ইংল্যান্ডেও গিয়েছিলেন। দিন দুই আগে মুম্বই ফেরেন। আফগানিস্তান ম্যাচে তিনি ধারাভাষ্য দেননি। আবার ওয়েস্টইন্ডিজ ম্যাচে তাঁর ধারাভাষ্য দেওয়ার কথা।

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০: আর্শদীপদের নিয়ন্ত্রিত বোলিং, ১১৭ রানে শেষ প্রোটিয়ারা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫: পাকিস্তানকে ৯০ রানে উড়িয়ে দ্বিতীয় জয় ভারতের