হার্দিক, পন্থ ও জিভার সঙ্গে নাচ! ৩৮ এল রঙিন ছন্দে - দেখুন ভিডিও

  • মহেন্দ্র সিং ধোনির ৩৮তম জন্মদিন
  • রবিবার ভারতীয় দল হেডিংলেতে দারুণ জয় পেয়েছে
  • দুইয়ের আন্ন্দ উদযাপিত হল একসঙ্গে
  • স্ত্রী-কন্যার সঙ্গে সেই পার্টিতে দেখা গেল তাঁর ভারতীয় দলের কিছু সতীর্থদেরও

রবিবার মাঠে এসেছে দুরন্ত জয়। আর তারপরই স্ত্রী-কন্যা ও ভারতীয় দলের কিছু সতীর্থদের নিয়ে ৩৮তম জন্মদিন উদযাপনে মাতলেন মহেন্দ্র সিং ধোনি। হেডিংলে-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে জয়ের ফলে এক নম্বর দল হিসেবে গ্রুপপর্ব সাঙ্গ করেছে ভারত। তাই রবিবাসরিয় রাতে সেই জয়ের উদযাপন ও ধোনির জন্মদিন উদযাপন একসঙ্গে মিলে মিশে রঙিন হয়ে রইল।

গত কয়েকটা দিন ধোনিকে তাঁর ব্য়াটিং-এর জন্য প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে। অবশ্য কোনওদিনই সমালোচকদের বিশেষ পাত্তা না দিয়ে নিজেকে বারবার প্রমাণ করে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। জন্মদিনের দিনও তাঁর মেজাজ দেখে বোঝা গেল, এই মুহূর্তে অন্তত মানসিক দিক থেকে দারুণ অবস্থায় আছেন তিনি।

Latest Videos

আরও পড়ুন - সত্যি এত বড়! এবার ধোনি নয়, রেকর্ড করল তাঁর প্রতিকৃতি - দেখুন সেই ছবি

আরও পড়ুন - বিশ্বকাপে ধোনির ব্যাটে তিনটি লোগো! নিজেও কি অবসরের ইঙ্গিতই দিচ্ছেন

আরও পড়ুন - মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যত কী - সাহসী বিবৃতি দিলেন আরেক বুড়ো

সাক্ষী ধোনি সেই জমজমাট সেলিব্রেশনের কয়েকটি ছবি শেয়ার করেছেন। তাতে ধোনির সঙ্গে দেখা যাচ্ছে হার্দিক পাণ্ডিয়া, কেদার যাদব ও যাঁকে ধোনির উত্তরসুরী ধরা হয় সেই ঋষভ পন্থকেও। হার্দিকরাও নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ধোনির জন্মদিন পালনের বিভিন্ন ছবি পোস্ট করেছেন।

সেই সব ছবি ও ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে ধোনিকে মেয়েকে সঙ্গে নিয়ে কেক কাটতে। ধোনির মুখে সেই কেকের ক্রিম মাকানো হয়। তারপর তাঁকে পা মেলাতে দেখা গিয়েছে হার্দিক, ঋষভ ও মেয়ে জিভার সঙ্গে। স্বাভাবিকভাবেই এই ছবি ভিডিওগুলি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।  

 

Share this article
click me!

Latest Videos

'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |
Live : শেষ বিদায় ড. মনমোহন সিং | Last Rites of Former PM Dr. Manmohan Singh