আইপিএল ২০২২ শুরুর আগেই কেকেআর দলে বড়সড় পরিবর্তন, জানুন বিস্তারিত

আইপিএল ২০২২ (IPL 2022) -এ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের (England) তারকা ওপেনার অ্যালেক্স হেলস (Alex Hales)। সেই জায়গায় অস্ট্রেলিয়ার (Australia) তারকা ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চকে (Aaron Finch) দলে নিল কেকেআর (KKR)।
 

আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা নিলামে মারকাটারি ব্য়াটিংয়ের জন্য ইংল্য়ান্ডের তারকা ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে (Alex Hales) দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ১.৫০ কোটি টাকা খররচ করে তাকে কিনেছিল নাইটরা। দলে আক্রমণাত্মক ব্য়াটিংয়ের জন্য তারে ঘিরে পরিকল্পনাও শুরু করেছিল কেকেআর (KKR)টিম ম্যানেজমেন্ট। কিন্তু জেসন রয় যেভাবে গুজরাট টাইটানস দলে নেওয়ার পর নাম প্রত্যাহার করে নেন আইপিএল থেকে। ঠিক সেই দেখানো পথে হেঁটেই আইপিএল ২০২২ থেকে নাম তুলে নিলেন ইংল্যান্ড দলে জেসন রয়ের সতীর্থ অ্যালেক্স হেলসও (Alex Hales)। জৈব বলয়ের ক্লান্তির জেরে মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই  আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন টি২০ ক্রিকেট স্পেসালিস্ট ব্যাটসম্যান।

আইপিএল ২০২২ শুরু হতে আর ২ সপ্তাহ বাকি নেই। ইতিমধ্যেই একাধিক দল তাদের অনুশীলনও শুরু করে দিয়েছে। শেষ মুহূর্তে অ্যালেক্স হেলস নাম প্রত্যাহার করেও নেওয়ায় প্রাথমকিভাবে বেজায় সমস্যায় পড়তে হয় কেকেআরকে। তবে নতুন ক্রিকেটার নিতে দেরি করেনি নাইটরা। অস্ট্রেলিয়ার হয়ে টি২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও ওপেনিং ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চকে (Aaron Finch) দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দেড় কোটি টাকাতেই তাকে দলে নিয়েছে কেকেআর। ফিঞ্চকে তার নতুন ফ্র্যাঞ্চাইজি স্বাগত জানিয়েছে। ব্যাটিং ও টি২০ ক্রিকেটে অ্যারন ফিঞ্চের অভিজ্ঞতা দলের কাজে লাগবে বলেই মত কেকেআর টিম ম্য়ানেজমমেন্টের। নিলামের সময় অবিক্রিত থাকলেও অবশেষে আইপিএলে দল পেয়ে নিজের সেরাটা উজার করে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে অজি তারকা।

Latest Videos

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ৮৮টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন ফিঞ্চ। দু’টি শতরান এবং ১৫টি অর্ধশতরানের সাহায্যে মোট ২৬৮৬ রান করেছেন। আইপিএলে ৮৭টি ম্যাচ খেলেছেন। ২০০৫ রান করেছেন। কলকাতা নাইট রাইডার্স হল ফিঞ্চের নবম আইপিএল ফ্রাঞ্চাইজি। ২০১০ সালে প্রথমবার রাজস্থান রয়্যালস তাঁকে দলে নেওয়ার পর দিল্লি ক্যাপিটালস, পুণে ওয়ারিরর্স ইন্ডিয়া, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট লায়ান্স, পঞ্জাব কিংস (সেই সময় কিংস ইলেভেন পঞ্জাব), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও খেলেছেন ফিঞ্চ। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি দলের হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন অ্যারন ফিঞ্চ। \

আরও পড়ুনঃজেসন রয়ের পরিবর্ত পেয়ে গেল গুজরাট, দলে এলেন আফগানিস্তানের মারকাটারি ব্যাটসম্যান

আরও পড়ুনঃআইপিএলের আগে বিয়ে করলেন ভারতীয় দলের তারকা স্পিনার, দেখুন বিয়ের অ্যালবাম

এক ঝলকে দেখে নিন আইপিএল ২০২২-এ কেকেআরের পূর্ণাঙ্গ দল-

রিটেন করা ক্রিকেটার –আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার 

ব্যাটসম্য়ান: শ্রেয়াস আইয়ার (৭কোটি), অজিঙ্কা রাহানে (১ কোটি), রিংকু সিং (৫৫ লক্ষ), অ্যারন ফিঞ্চ (১.৫ কোটি), অভিজিৎ তোমর (৪০ লক্ষ), রমেশ কুমার (২০ লক্ষ), প্রথম সিং (২০ লক্ষ)

উইকেট রক্ষক: শেলডন জ্যাকসন (৬০ লক্ষ), স্যাম বিলিংস (২ কোটি), বাবা ইন্দ্রজিৎ (২০ লক্ষ)

অলরাউন্ডার: আন্দ্রে রাসেল (১২ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), নীতীশ রানা (৩.৪ কোটি), শিবম মাভি (৭.২৫ কোটি), মহম্মদ নবী (১ কোটি), অনুকূল রায় (২০ লক্ষ), চমিকা করুনারত্নে (৫০ লক্ষ), আমান খান (২০ লক্ষ)

স্পিনার: বরুণ চক্রবর্তী (৮ কোটি), সুনীল নারিন (৬ কোটি)

পেসার: প্যাট কামিন্স (১৫.৫ কোটি), উমেশ যাদব (২ কোটি), রাসিখ দার (২০ লক্ষ), টিম সাউদি (১.৫ কোটি), অশোক শর্মা (৫৫ লক্ষ)

আইপিএল ২০২২-এ কেকেআরের লিগ পর্বের সূচি-
১. ২৬ মার্চ: বনাম চেন্নাই (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
২. ৩০ মার্চ: বনাম আরসিবি (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)
৩. ১ এপ্রিল: বনাম পঞ্জাব (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
৪. ৬ এপ্রিল: বনাম মুম্বই (পুণে, ৭টা ৩০)
৫. ১০ এপ্রিল: বনাম দিল্লি (ব্র্যাবোর্ন, ৩টা ৩০)
৬. ১৫ এপ্রিল: বনাম হায়দরাবাদ (ব্র্যাবোর্ন, ৭টা ৩০)
৭. ১৮ এপ্রিল: বনাম রাজস্থান (ব্র্যাবোর্ন, ৭টা ৩০)
৮. ২৩ এপ্রিল: বনাম গুজরাট (ডিওয়াই পাতিল, ৩টা ৩০)
৯. ২৮ এপ্রিল: বনাম দিল্লি (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
১০. ২ মে: বনাম রাজস্থান (ওয়াংখেড়ে, ৭টা ৩০)
১১. ৭ মে: বনাম লখনউ (পুণে, ৭টা ৩০)
১২. ৯ মে: বনাম মুম্বই (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)
১৩. ১৪ মে: বনাম হায়দরাবাদ (পুণে, ৭টা ৩০)
১৪. ১৮ মে: বনাম লখনউ (ডিওয়াই পাতিল, ৭টা ৩০)

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News