যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারী ঝুলন গোস্বামী, 'চাকদহ এক্সপ্রেস'-এর প্রশংসায় পঞ্চমুখ অনুষ্কা শর্মা

মহিলা বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও নয়া রেকর্ড গড়লেন চাকদহ এক্সপ্রেস তথা ঝুলন গোস্বামি। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে হওয়া ম্যাচে ১টি উইকেট নিয়ে স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনের রেকর্ড এবং যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন তিনি। এবার তাঁর এই অসাধারণ সাফল্যে শুভেচ্ছা বার্তা দিয়ে প্রশংসা জানালেন অনুষ্কা শর্মা। 
 

ক্রিকেটের (Cricket) সঙ্গে বলিউড অভিনেত্রী (Bollywood Actress) অনুষ্কা শর্মার সম্পর্কটাই আলাদা। আর ভারতীয় ক্রিকেট দলের তারকা রেসার ঝুলন গোস্বামীর সঙ্গে ও বর্তমানে এক অনন্য আঙ্গিকে জড়িয়ে রয়েছেন অনুষ্কা। একদিকে তিনি ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী আর অন্যদিকে তিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী - প্রযোজক অনুষ্কা শর্মা (Anushka Sharma)। আবার ভারতীয় মহিলা ক্রিকেটের তারকা রেসার ঝুলন গোস্বামীর বায়োপিকের (Jhulan Goswami's Biopic) মুখ ও তিনি। তাই বৃহস্পতিবার ঝুলন গোস্বামীর সাফল্যে চুপ থাকেন নি অনুষ্কা। ঝুলন গোস্বামীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অনুষ্কা।  

উল্লেখ্য, শুরু হয়ে গেছে ভারতীয় মহিলা ক্রিকেট বিশ্বকাপ (Women Cricket Worldcup)। প্রথম ম্যাচে পাকিস্তানের হাত থেকে জয় ছিনিয়ে নিলেও দ্বিতীয় ম্যাচে হারতে হয় টিম ইন্ডিয়াকে।  তবে এই হতাশার মাঝেই রয়েছে সুখবর। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে (Women Cricket Worldcup)সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনের রেকর্ডের মাত্রা ছুঁয়ে ফেলেছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। বর্তমানে দুজনেরই উইকেটের সংখ্যা ৩৯। আর সেই বাংলার চাকদহ এক্সপ্রেসের এই সাফল্যে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা জানিয়ে অনুষ্কা লেখেন, 'আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে যুগ্ম সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার জন্য ঝুলন তোমাকে অনেক অভিনন্দন।'

Latest Videos

আরও পড়ুন- আইপিএলের আগে বিয়ে করলেন ভারতীয় দলের তারকা স্পিনার, দেখুন বিয়ের অ্যালবাম

আরও পড়ুন- তার রূপ ও যৌবনের আগুনে বুদ আট থেকে আশি, চিনে নিন বিশ্বের সবথেকে হট অ্যান্ড সেক্সি অ্যাথলিটকে

আরও পড়ুন- কবে হবে এমসিজিতে শেন ওয়ার্নের শেষ বিদায়, জানা গেল চূড়ান্ত দিনক্ষণ

প্রসঙ্গত, ঝুলন গোস্বামীর বায়োপিকে (Jhulan Goswami's Biopic) মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা শর্মা এবং সেই কারণেই মাত্র কিছুদিন আগেই 'চাকদহ এক্সপ্রেস' (Chakdah Express) ছবির জন্য বল হাতে প্র্যাকটিস করতে দেখা যায় তাঁকে। বলিউডে শেষবারের মত তাঁকে দেখা গেছিল কিং খানের সঙ্গে 'জিরো' (Zero) ছবিতে।  এরপর কেরিয়ারে প্রায় ৩ বছরের বিরতি। তবে আবার পর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রসিত সরকার এবং চিত্রনাট্য লিখছেন লেখক- অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

এই ছবির টিজার পোস্টের দিন সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা লিখেছিলেন, 'এই ছবিটা খুব স্পেশ্যাল, কারণ এটা একটা আত্মত্যাগের গল্প। এই ছবি ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Women Cricket Team) প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) জীবন কাহিনি অবলম্বনে তৈরী করা হচ্ছে। মহিলা ক্রিকেট নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে এই ছবি। যখন ঝুলন গোস্বামী ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তখন মেয়েদের জন্য খেলার দুনিয়ায় পা রাখাটাই ছিল বিশাল বড় চ্যালেঞ্জ। এই ছবিতে এমন কিছু গল্প উঠে আসবে যা ঝুলনের জীবনকে, মহিলা ক্রিকেটকে (Women Cricket) একটা দিশা দেখিয়েছে।' 

ছবির টিজার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ঝুলন গোস্বামী (Jhulan Goswami) লেখেন, 'যখন তুমি দেশের হয়ে প্রতিনিধিত্ব কর তখন শুধু এই একটাই কথা মাথা থাকে আর কিছু নয়। আর মেয়েরা ক্রিকেট খেলতে পারে না এই ধরণের কথা আজ যারা বলে সেই কথাগুলোকে কোনও গুরুত্বই দেওয়া উচিত নয়।' এর জবাবে অনুষ্কা (Anushka Sharma) লেখেন, 'এই ছবিতে কাজ করা আমার কাছে খুব বড় একটা সম্মান। প্রত্যেক ভারতীয় এই ছবি দেখা উচিত এবং জানা উচিত তুমি এবং ব্লু জার্সিতে খেলার টিম ইন্ডিয়ার মেয়েগুলো দেশের জন্য কতটা অবদান রাখে।'
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia