কেকেআর শিবিরে চলে এলেন পেস অ্যাটাকের আরও এক অস্ত্র, তবে মাঠে নামতে লাগবে সময়

আইপএল ২০২২ (IPL 2022) -এর বাকি মরসুমের জন্য কেকেআর (KKR) দলে যোগ দিলেন প্য়াট কামিন্স (Pat Cummins)। তবে আপাতত নিভৃতবাসে থাকতে হবে তাকে। ৬ তারিখের আগে নামতে পারবেন না মাঠে।
 

কলকাতা নাইট রাইডার্সের পেস অ্যাটাকে অন্যতম সেরা শক্তি প্য়াট কামিন্স।  ২০২০ সালের আইপিএলে ১৫ কোটি টাকা দিয়ে তাকে দলে নিয়েছিল কেকেআর। আইপিএলের ইতিহাসের সবথেকে বেশি দামি ক্রিকেটারদের মধ্যে অন্যতম তিনি। আইপিএল ২০২২-এর মেগা নিলামের আগে  অজি পেস স্টারকে রিটেন না করলেও, নিলামে তাকে ফের দলে নেয় নাইট শিবির। তবে ২০২০ সালের থেকে হাফেরও কন দামে।  ৭ কেটি ২৫ লক্ষ টাকায় অস্ট্রেলিয়াক টেস্ট দলের অধিনায়ককে কেনে নাইট শিবির। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের খেলা থাকায় আইপিএলের মরসুমের প্রথম থেকে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। তবে দেশের জার্সিতে ডিউটি শেষ হতেই কেকেআর দলের সঙ্গে যোগ দিলেন প্যাট কামিন্স।

 

Latest Videos

 

দুই মরসুম মিলিয়ে ২২৯ রান ও ২১টি উইকেট নিয়েছেন  প্যাট কামিন্স। একাধিক ম্য়াচে কেকেআরকে জয় এনে দিয়েছেন। শুধু বল হাতে নয় ব্য়াট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। প্য়াট কামিন্স আসার পর কেকেআরের তরফ থেকে ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে বার্তাও দিয়েছেন অজি তারকা। প্যাট কামিন্স বলেছেন, কেকেআর শিবিরে যোগ দিয়ে ভালো লাগছে। বেশ কয়েক বছর হয়ে গেল এই দলের হয়ে খেলছি। এখন পরিবারের মতই হয়ে গিয়েছে। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। হত মরসুমে মরগ্যানের অধিনায়ক ছিলেন, এই মরসুমে নতুন অধিনায়ক শ্রেয়স আইয়রের অধীনে খেলার অপেক্ষায় রয়েছি। কেকেআরের শেয়ার করা ভিডিও ও ছবিতে বেশ খোশ মেজাজে পাওয়া গিয়েছে প্য়াট কামিন্সকে। এখন অনুশীলনে যোগ দেওয়ার অপেক্ষায় কেকেআর তারকা। প্য়াট কামিন্স আসায় খুশি কেকেআর সমর্থকরা।

 

 

কেকেআরে যোগ দিয়ে এখনই গলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন না প্যাট কামিন্স। কারণ বিদেশি ক্রিকেটাররা আইপিএল যগ দেওয়ার পর বাধ্যতামূলক ৩ দিনের নিভৃতবাসে থাকতেই হবে। কোভিড টেস্টের পর যোগ দিতে পারবেন দলের অনুশীলনে। পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী ৫ এপ্রিল পর্যন্ত কোনও ক্রিকেটার আইপিএলে খেলতে পারবে না। কারণ পাকিস্তানের বিরুদ্ধে তাদের সফর শেষ না হওয়া পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন না কোনও অস্ট্রেলিয়ার ক্রিকেটার। প্য়াট কামিন্স পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেললেও একদিনের সিরিজ থেকে বিশ্রাম নেন। কিন্তু দেশের বোর্ডের নিয়মের কারণে  নিভৃতবাস শেষেও ম্য়াচ খেলতে হলে ৬ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে প্যাট কামিন্সকে।  

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News