সংক্ষিপ্ত
- পিঙ্ক বলে টেস্ট খেলার আগে সচিনের টিপস নিয়েছিলেন বিরাটরা
- বিরাটের খোলসা, পিঙ্ক বলের রহস্য বলে দিয়েছেন মাস্টার ব্লাস্টার
- সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বেজায় খুশি বিরাট
- ভারতের মাটিতে প্রথম পিঙ্ক বলে টেস্ট জয় ভারতের
ভারতীয় অধিনায়ক হিসাবে অন্যতম সেরা ফর্মে এই মুহূর্তে রয়েছেন বিরাট কোহলি। অধিনায়ক হিসাবে এই নিয়ে ৭টি টেস্ট ম্যাচে পর পর জয় পেয়েছে বিরাটের দল। একই সঙ্গে পর প ৪টি টেস্ট সিরিজে জয় পেয়েছে ভারত। সেই সুবাদে ধোনি সহ বাকি সফল অধিনায়কদের ছাপিয়ে গিয়েছেন বিরাট। বাকি ক্রিকেট ফরম্যাট গুলির পাশাপাশি টেস্ট ক্রিকেটেও বিরাটের বড় সাফল্য পিঙ্ক বলে প্রথম ভারতীয় হিসাবে শতরান। তবে এই গোলাপি বলে দলের সাফল্য ও নিজের সাফল্যের পিছনে সচিন ও সৌরভকেই মাথায় রাখছেন বিরাট। ম্যাচ ও সিরিজ জয়ের পর সাংবাদিক বৈঠকে সচিন সৌরভকে নিয়েই খোলাখুলি আলোচনা করলেন বিরাট কোহলি।
কোহলি বিরাটকে নিয়ে বলেন, 'গোলাপি বলে খেলা শুরু হওয়ার প্রথম দিন মাঠে ছিলেন সচিন তেন্ডুলকর। সচিন পাজির থেকে জিজ্ঞাসা করেছিলাম কিছু কথা। তিনি বলেছিলেন গোলাপি বলের খেলাটা একটু আলাদা। প্রথম সেশ্যনে ভালো ব্যাট করা যাবে তিনি বলেছিলেন। একই সঙ্গে গোধূলিতে সাধারণ টেস্টের মতন বল আসবে বলেছিলেন তিনি। সেটা মেনেই আমরা খেলেছি। আর তাই সাফল্য পেয়েছি। একই সঙ্গে গোলাপি বলের এই ফরম্যাট নতুন। এটা খুব চ্যালেঞ্জিং হলেও উপভোগ করেছি। টেস্ট ক্রিকেট তো নয়। প্রথমে মনে হয়েছিল আইপিএলের মতন উচ্ছ্বাস।'
আরও পড়ুন, দাদার হাত ধরেই শুরু হয়েছিল এই দাপট, ঐতিহাসিক টেস্ট জিতে বললেন বিরাট
একই সঙ্গে এই পিঙ্ক বলের প্রথম গোলাপি টেস্ট নিয়ে বিরাট সৌরভকে নিয়ে বলেন, 'ভারতীয় দলের কাঠামো তৈরি করে দিয়েছিলেন সৌরভ। সেটাকেই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি হিসাবে দারুণ কাজ করছেন। ওনার সঙ্গে কথা হয়েছে। ক্রিকেটারদের দিকটা বুঝেই কাজ করেন। উনি আগামী দিনেও আরও ভালো কাজ করবেন। সেটায় আমাদের লাব হবে।'
আরও পড়ুন, ইনিংস ও ৪৬ রানে বাংলাদেশকে হারিয়ে প্রথম পিঙ্ক বল টেস্টে ঐতিহাসিক জয় ভারতের
রবিবার বাংলাদেশকে ৪৬ রান ও ইনিংসে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। মাত্র তিন দিনেই ভারতীয় পেসারদের দাপটে হারের মুখ দেখেছে বাংলাদেশ। আর সেই নিয়ে ভারতীয় পেসারদের সুখ্যাতি করেন বিরাট। তিনি আরও বলেন, 'দলের তরফ থেকেও তাঁদের সুবিধা অসুবিধা দেখা হয়। বাড়তি চাপ দেওয়া হয় না। তবে এখন পরের সিরিজ গুলোর দিকে তাকিয়ে আছি। আগামী দিনের প্রস্তুতি শুরু করতে হবে। আরও ভালো খেলতে হবে।'
আরও পড়ুন, পিঙ্ক বল টেস্ট নিয়ে সৌরভের বড় পরিকল্পনা, গোটা দেশেই হবে দিন-রাতের টেস্ট
বর্তমানে টেস্ট ক্রিকেটকে বিশ্ব দরবারে আরও গুরুত্ব বাড়াতে এই টেস্টের আয়োজন করেছিল বিসিসিআই। সৌরভের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিল ভারতীয় ক্রিকেট মহলও। তবে ভারত এই মুহূর্তে বড় ফরম্যাটের ক্রিকেটে উন্নতি করলেও, মুখ থুবড়ে পড়ছে বাকি দল গুলো। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা মতন দল গুলি নির্ধারিত ওভারের ম্যাচে ভালো ক্রিকেট খেললেও, টেস্টে খুব একটা নিজেদের তুলে ধরতে পারছেন না। আর সেই নিয়ে বিরাট কোহলিকে জিজ্ঞাসা করা হলে অধিনায়ক বলেন, 'প্রতিটি দেশের কাঠামো আলাদা। আমাদের বোর্ডে টেস্ট ক্রিকেট ও টেস্ট ক্রিকেটারদের আলাদা গুরুত্ব দেওয়া হয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতেও তাই হয়। তবে বাকি দেশগুলি সেভাবে টেস্ট ক্রিকেটকে তুলে ধরছে না। বাকি বোর্ড গুলোর চুক্তি সহ সব কিছু টেস্ট ক্রিকেটকে ঘিরে হলে আরও ভালো হবে।'