ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভকে নিয়ে আত্মবিশ্বাসী আজহারউদ্দিন

  • বোর্ড সভাপতি হিসাবে যোগ্য সৌরভই, বলছেন আজহার
  • সৌরভের পাশে থাকার আশ্বাস এইচসিএ সভাপতির
  • সৌরভকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন প্রাক্তন অধিনায়ক
  • চ্যালেঞ্জের মধ্যে বদল আনবে সৌরভ বিশ্বাসআজহারউদ্দিনের

Asianet News Bangla | Published : Oct 16, 2019 1:05 PM IST / Updated: Oct 16 2019, 07:08 PM IST

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়েছে খুশির জোয়ার। বিশেষ করে সারা বাঙলা মহারাজ বন্দনায় মেতেছে। এবার সৌরভের বিসিসিআই মসনদে বসা নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক ও সৌরভের সঙ্গে একই দলে খেলা ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন। ভারতীয় ক্রিকেট এবার যোগ্য লোকের হাতে পরেছে বলে মন্তব্য করেছেন হায়দরাবাদ ক্রিকেট অস্যোসিয়েশনের সভাপতি আজহারউদ্দিন।

আরও পড়ুন, রাগ, দুঃখ সবই হয় কিন্তু প্রকাশ করি না, বলছেন মহেন্দ্র সিং ধোনি

বুধবার মহারাজের বোর্ড প্রেসিডেন্ট হওয়া নিয়ে আজহারউদ্দিন বলেন, 'আমি নিশ্চত ভারতীয় ক্রিকেটকে বেশ ভালো ভাবেই চালাবে সৌরভ গঙ্গোপাধ্যায়। এতদিন পর্যন্ত ভারতীয় ক্রিকেট একটা সংশয়ের মধ্যে চলছিল। একটা চ্যালেঞ্জিং ব্যাপার তৈরি হয়েছিল। তবে সেটা এবার বদল হতে চলেছে। এবার নতুন কিছু হবে বলে আশা রাখছি। সৌরভের হাত ধরে উন্নতি হবে ক্রিকেট বোর্ডের। যোগ্য লোকের হাতেই এবার ক্ষমতা গিয়েছে। এইচসিএ প্রধান হিসাবে আমি বিসিসিআই সভাপতিকে অনেক শুভেচ্ছা জানাছি। সঙ্গে অনেক অভিনন্দন।'

আরও পড়ুন, ১৭ বছর বয়সে ডবল সেঞ্চুরি, নতুন ইতিহাস গড়লেন মুম্বাইয়ের যশস্বী

একই সঙ্গে ফের একই দলে খেলা সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে পারায় খুশি হয়েছেন আজহার। ভারতীয় ক্রিকেটে ফের একটা নয়া মোড় দেখার অপেক্ষায় প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক। তিনি সৌরভকে নিয়ে আরও বলেন, 'সৌরভ এই পদের জন্য সব থেকে বেশি এগিয়ে ছিল। সৌরভ সব থেকে যোগ্য। এই স্থানে তাঁকে এখন মানাছে। তাঁর শরিরি ভাষা থেকে শুরু করে মানসিকতা সব কিছু এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের দরকার। আমিও তাঁর পাশে থাকবো। একই সঙ্গে অনেক কাজ করতে হবে। আশা করি আগামী দিনে খুব ভালো কাজ করবে।'

Share this article
click me!