ঘূর্ণিঝড় মহাকে উপেক্ষা করেই রোহিতদের কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বাংলাদেশ

  • রাজকোটে মঙ্গলবার দ্বিতীয় টি২০তে নামছে ভারত ও বাংলাদেশ
  • সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ দল
  • ভারতের বিরুদ্ধে সিরিজ জেতাই লক্ষ্য বাংলা টাইগার্সদের
  • ভারতের মাটিতে সিরিজ জিততে চাই, বললেন বাংলা অধিনায়ক মহম্মদুল্লা

Anirban Sinha Roy | Published : Nov 6, 2019 1:16 PM IST

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে হারের মুখ দেখেছে ভারতীয় দলে। সিরিজে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এবার বাংলা টাইগার্সদের টার্গেট ভারতের মাটিতে রোহিতদের বিরুদ্ধে সিরিজ জেতার। আর সেই লক্ষ্য নিয়েই এবার রাজকোটে মাঠে নামছে মহম্মদুল্লারা। বুধবার দ্বিতীয় টি২০র আগে সিরিজ নিশ্চিত করার কথাই বললেন বাংলাদেশের অধিনায়ক মহম্মদুল্লা। একই সঙ্গে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে বাংলাদেশ দল নিজেদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিতে চায় আগামী দিনের জন্য। প্রথম টি২০তে বাংলাদেশ ও ভারতের কঠিন প্রতিপক্ষ ছিল দিল্লির দূষণ। এবার দ্বিতীয় টি২০র আগেও এই ম্যাচের বড় প্রতিপক্ষ ঘূর্ণিঝড় মহা। তবে সেই মহাকে হারিয়ে এবার ভারতের বিরুদ্ধে সরব হতে চায় টিম বাংলাদেশ।

আরও পড়ুন, ঘূর্ণিঝড়ের রক্তচক্ষুর মাঝেই বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ টিম ইন্ডিয়ার

Latest Videos

নির্বাসনের কারণে বাংলাদেশ দলে নেই গুরুত্বপূর্ণ অভিজ্ঞ ক্রিকেটার শাকিব আল হাসান। আর তাঁর অনুপস্থিতিতেই প্রথম টি২০তে রোহিত শর্মার দলকে পরাস্ত করেছে বাংলাদেশ। এবার দ্বিতীয় টি২০র আগে বাংলা অধিনায়ক মহম্মদুল্লা বলেন, 'বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু পরিবর্তন হয়েছে শেষ কিছু বছরে। উন্নতি করেছে আমাদের দল। এবার ভারতের বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে এই সিরিজ জিততে পারলে বাড়তি আত্মবিশ্বাস পাবে দল। আর সেই লক্ষ্য নিয়েই আমরা সব কিছুকে হার মানাতে চাই বৃহস্পতিবার। ভালো ক্রিকেট খেলাই একমাত্র লক্ষ্য আমাদের। ম্যাচের প্রথম বল থেকেই এগিয়ে থাকতে হবে আমাদের।'

আরও পড়ুন, দিল্লি দূষণের জেরে মাঠেই বমি করেছিলেন সৌম্য সরকার, রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

একই সঙ্গে বাংলাদেশ অধিনায়ক মহম্মদুল্লা মনে করেন এটাই একমাত্র সুযোগ ভারতের মাটিতে ভারতকে কোনঠাসা করার। সিরিজে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগার্সরা। টি২০ সিরিজের পর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। আর তাঁর আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার মূল কেন্দ্র বিন্দু হতে পারে রাজকোটের টি২০। সেই নিয়েই রোহিত শর্মাদের একটা কঠিন চ্যালেঞ্জ বুধবারই ছুঁড়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক। মহম্মদুল্লা আরও বলেন, 'প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস বেড়েছে আমাদের। দ্বিতীয় টি২০র জন্য আমরা প্রস্তুত। ভারত সব সময় কঠিন প্রতিপক্ষ। তবে ভারতের মাটিতে তাঁদের বিরুদ্ধে সিরিজ জেতার এটাই একটা বড় সুযোগ। খাতায় কলমে এগিয়ে ভারতীয় দল। তবে আমাদের দলও প্রমাণ করেছে যে সবাই ভালো খেলতে পারে। দলের তরুণ ক্রিকেটাররাও ভালো খেলছে। এটা আমাদের কাছে একটা অ্যাডভান্টেজ।'

Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
গার্ডেনরিচে নয়া মাইলফলক! আনুষ্ঠানিকভাবে রাজ্যপালের হাত ধরে আধুনিক ভেসেল নির্মাণের সূচনা!
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি