পরিবার সহ করোনা ভাইরাসে আক্রান্ত আরও এক বাংলাদেশ ক্রিকেটার

  • করোনা ভাইরাসের মারণ থাবা অব্যাহত বাংলাদেশ ক্রিকেট মহলে
  • এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ক্রিকেটার নাজমুল ইসলাম
  • নাজমুলের মা-বাবাও আক্রান্ত হয়েছেন এই মহামারী ভাইরাস কোভিড ১৯-এ
  • একের পর এক বাংলাদেশ ক্রিকেটারের করোনা আক্রান্তের খবরে উদ্বিগ্ন বিসিবি
     

Sudip Paul | Published : Jun 21, 2020 8:16 AM IST

এবার পরিবার সহ করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশের আরও এক ক্রিকেটার। মারণ কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। তবে শুধু নাজমুলই নয় প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার মা-বাবাও। বাংলাদশের করোনা ভাইরাসের দাপট বাড়ায় দেশের অন্যান্য ক্রিকেটারদের মতই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন নাজমুল। নারায়নগঞ্জ এলাকায় করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই মাঠে মেনে কাজ করেছেন নাজমুল। সেখান থেকেই সংক্রামিত হয়েছেন বলে আশঙ্কা বাংলাদেশি ক্রিকেটারের। নাজমুল জানিয়েছেন,'গত সপ্তাহ থেকে অসুস্থবোধ করছিলাম। জ্বর, গা ব্যথা ছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে, এখন বাড়িতে আলাদা ঘরে আছি। মানুষের কষ্ট দেখে এগিয়ে গিয়েছিলাম। আক্রান্ত হলেও আমার কোনো আফসোস নেই।'

আরও পড়ুনঃভয়ঙ্কর বিপদে বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবালের পরিবার

আরও পড়ুনঃকরোনা ভাইরাসে আক্রান্ত মাশরফি মোর্তাজা

নিজেকে নিয়ে কোনও চিন্তা না থাকলেও, বাবা-মার জন্য আফসোস করেছেন অপু। তিনি জানিয়েছেন,'ত্রাণ কেন্দ্রে থেকেই কাজ করছিলাম। কিন্তু ঈদের পর তা বন্ধ থাকায়, দুঃস্থরা বাড়ি থেকেই ত্রাণ সংগ্রহ করেছেন। সেখান থেকেই সংক্রমণটা ছড়িয়েছে। আমার আব্বু হার্টের রোগী। বর্তমাবে খুব জ্বর ও কাশি রয়েছে। তাই আব্বুকে নিয়ে খবু চিন্তায় আছি। আল্লার কৃপায় আমার মা-র শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। আমার সামান্য কাশি আছে, তবে শরীর অবস্থা ঠিক রয়েছে। আমার আব্বু-আম্মু এবং আমার জন্য সবার কাছে দোয়া চাই, যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। আবারও মানুষের পাশে দাঁড়াতে পারি।'

আরও পড়ুনঃবউদির পর এবার কি করোনা আক্রান্ত সৌরভের দাদা,কী জানাল বিসিসিআই প্রেসিডেন্টের পরিবার

একের পর এক বাংলাদশি ক্রিকেটারের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে চিন্তা বেড়েই চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। গত দুদিনে তিন বাংলাদেশি ক্রিকেটার আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। প্রথমে আক্রান্ত হয়েছিলেন তামিম ইকবালের দাদা প্রাক্তন বাংলাদেশি ওপেনার নাফিস ইকবালষ পরে তামিমের পরিবারে আরও চার সদস্যও করোনা ভাইরাসে আক্রান্ত হন। এছাড়া কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক ও সাংসদ মাশরফি মোর্তাজা। এবার আক্রান্ত হলেন নাজমুল ইসলাম অপু ও তার মাা-বাবা। সকলেরই দ্রুত আরোগ্য কামনা করেছেন দেশবাসী ও তাদের অনুগামীরা।

Share this article
click me!