করোনা ভাইরাস আতঙ্কের জেরে যত দিন এগোচ্ছে ততই ক্রমশ ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। ক্রীড়া ক্ষেত্রেও থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। যার জেরে পৃথিবী জুড়ে আক্রান্ত হচ্ছে একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। মারণ ভাইরাসে জেরে স্পেনে মৃত্যু পর্যন্ত হয়ে ২১ বছরের তরুণ ফুটবল কোচ ফ্রান্সিসকো গার্সিয়ার। বন্ধ হয়ে গিয়েছে বিশ্বের নাম করা সমস্ত ফুটবল লিগও। ক্রিকেটের ক্ষেত্রেও ছবিটা ভিন্ন নয়। করোনা আতঙ্কের জেরে আপাতত বাতিল হয়ে গিয়েছে ভারত-বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ। এছাড়াও ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে বিশ্বের সব থেকে জনপ্রিয় ফুটবল লিগ আইপিএল। এই সবের মধ্যে কাজ বন্ধ হয়নি বিসিসিআইয়ের। বিসিসিআইয়ের সদর দফতরে কাজ করছিলেন কর্মীরা। কিন্তু সকলের নিরাপত্তা কথা ভেবে আপাতত মুম্বইয়ে সদর দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিসিসিআই। সকল কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়ছে ভারতী ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে। যে করোনার জেরে আইপিএল বাতিল হয়েছে, সেই করোনার জেরেই বোর্ডের কাজকর্মও বন্ধ হচ্ছে বলে জানান হয়। অনির্দিষ্টকালের জন্য এভাবেই কাজ হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তবেই নতুন করে খোলা হবে বিসিসিআই দফতর।
আরও পড়ুনঃব্যাট নয় ব্যাডমিন্টন ব়্যাকেট হাতে ধোনি, ভাইরাল হল ভিডিও
অবশ্য শুধু বিসিসিআই নয়, করোনা আতঙ্ক গ্রাস করেছে সিএবিকেও। যার ফলে ১৭ মার্চ থেকে আগামী ২১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সিএবি দফতর। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল সিএবি। ফলে আপাতত বাড়ি থেকে বসেই কাজকর্ম চালাবেন সিএবি কর্তারা। কর্মীদের শারীরিক সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। যদিও ২১ মার্চের পর আলোচনায় বসবেন সিএবি কর্তারা। পরিস্থিতি আলোচনা ও পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে সিএবির তরফে। এর আগে করোনা আতঙ্কের জেরে বাতিল হয়ে যায় ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় একদিনের ম্যাচও। আপাতত রাজ্যে সমস্ত খেলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। পাশাপাশি সিএবির পক্ষ থেকে রাজ্যে সমস্ত ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন ক্লাব সহ জুনিয়ার লিগের খেলা ও অনুশীলনও আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ক্লাবগুলিকে। ফলে আপাতত ক্লাবেও অনুশীলন বন্ধ রেখেছেন ক্লাবের কর্মকর্তারা। কিন্তু যেভাবে করোনা আতঙ্ক দিন পর দিন বাড়ছে তাতে উদ্বেগ ক্রমশ বাড়ছে বিসিসিআই ও সিএবি কর্তাদের।
আরও পড়ুনঃকরোনা প্রাণ কাড়ল স্পেনের ২১ বছরের তরুণ ফুটবল কোচের