ভারতীয় ক্রিকেটে এমন দিন খুব কমই আসে। কিন্তু শুক্রবার এমনই একটা দিন। একসঙ্গে চারজন ক্রিকেটারের জন্মদিন। ৬ ডিসেম্বর জন্ম নিয়েছিলেন বুমরা, জাদেজা, শ্রেয়স ও কারুণ নায়ার। চার ক্রিকেটারকে একই সঙ্গে শুভেচ্ছা জানাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই চার ক্রিকেটারের মধ্যে জাদেজা ও শ্রেয়স জাতীয় দলের সঙ্গেই আছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের পর ড্রেসিংরুমে নিশ্চই সেলিব্রশেন করবেন সবাই মিলে। বুমরা চোটের জন্য দলের সঙ্গে নেই। কারুণ এখন দলের বাইরে।
আরও পড়ুন - হায়দরাবাদ পুলিশকে কুর্নিশ সাইনা-হরভজনের, প্রশ্ন তুললেন জোয়ালা
সকাল থেকেই আনকের শুভেচ্ছা বার্তা পেয়েছেন বুমরা। তাই দুপুরের দিকেই মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শুক্রবার খেলা থাকলেও ইনস্টাগ্রামে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন - বুমরাকে ‘শিশু’ কটাক্ষ, নাম না করে আব্দুল রাজ্জাককে নিয়ে মসকরা ইরফান পাঠানের
একই দিন জন্মদিন হলেও চার ভারতীয় ক্রিকেটারের জন্ম সালটা আলাদা। এই চারজনের মধ্যে সব থেকে বড় রবীন্দ্র জাদেজা। তিনি জন্মেছেন ১৯৮৮ সালে। তারপর জন্ম করুণ নায়ারের। কর্নাটকের ক্রিকেটার জন্মেছেন ১৯৯১ সালে। ১৯৯৩ সালে জন্ম হয়েছে জসপ্রীত বুমরার। এই চার জন্যের মধ্যে সব থেকে ছোট শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন - টি-২০ বিশ্বকাপ নিয়ে সৌরভের পরিকল্পনা, কথা বলতে চান বিরাট-শাস্ত্রীর সঙ্গে