Ranji Trophy: কবে থেকে শুরু হবে রঞ্জি ট্রফি, অবশেষে জানা গেল দিনক্ষণ

করোনা (Coronavirus) অতিমারির তৃতীয় ঢেউয়ের কারণে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গিয়েছিল রঞ্জি ট্রফি (Ranji Trophy)। বিভিন্ন রাজ্য  ক্রিকেট সংস্থাগুলির সঙ্গে আলোচনার পর সবুজ সংকেত দিয়েছিল বিসিসিআই (BCCI)। এবার জানা গেল প্রতিযোগিতা শুরুর দিলক্ষণ।
 

ভারতীয় ঘোরায়া ক্রিকেটে (Indian Domestic Cricket) শেষ লাল বলের ম্য়াচ আয়োজিত হয়েছিল ২০২০ সালে মার্চ মাসে। তারপর প্রায় এক বছর করোনা অতিমারির কারণে স্তব্ধ ছিল ক্রিকেট। পরিস্থিতিতে কিছু স্বাভাবিক হওয়ার পর সীমিত ওভারের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা হলেও  রঞ্জি ট্রফি (Ranji Trophy) আয়োজিত হয়নি। গতমরসুমে বাতিল হয়েছিল ঘরোয়া ক্রিকেটের সবথেকে ঐতিহ্যশালী প্রতিযোগিতা। এবারও ১৩ জানুয়ারি থেকে প্রথমে ঘোষণা করা হয়েছিল রঞ্জি ট্রফি শুরুর দিনক্ষণ। কিন্তু করোনার তৃতীয় অতিমারির থাবা ও বাংলা সহ একাধিক রঞ্জি দলে কোভিডের থাবার কারণে অনির্দিষ্টি কালের জন্য প্রতিযোগিতা স্থগিত করেছিল বিসিসিআই। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হতেই জানা গেল রঞ্জি ট্রফি শুরুর পরিবর্তীত সূচি।

রঞ্জি ট্রফি স্থগিত হওয়ার পর মনে করা হয়েছিল এবার পুরোপুরি বাতিল হতে পারে প্রতিযোগিতা। কারণ হাতে সময় কম ও রয়েছে ২ মাস ব্যাপি আইপিএলও (IPL)। এই পরিস্থিতি বিকল্প পথের খোঁজ চালাচ্ছিল বিসিসিআই (BCCI)। সেই পথের সন্দানেই গত সপ্তাহে বৈঠকে বসেছিল বিসিসিআই। উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), সচিব জয় শাহ (Jay Shah), কোষাধ্যক্ষ অরুণ ধুমল সহ অন্যান্যরা। রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারাও রঞ্জি ট্রফি শুরু করার জন্য চাপ দিচ্ছিল বোর্ডের উপর। বৈঠকে ঠিক হয়েছিল দু-ভাগে হতে পারে এবারের রঞ্জি ট্রফি। জয় শাহ জানিয়েছিলেন, 'এই মরসুমে রঞ্জি ট্রফি দুই দফায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। প্রথম পর্বে, ফেব্রুয়ারি ও মার্চ মাসে আমরা লিগ পর্বের সমস্ত ম্যাচ শেষ করার পরিকল্পনা গ্রহণ করেছি। জুন মাসে অনুষ্ঠিত হবে নক আউট পর্ব।' তবে তখন নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করেনি বোর্ড। সূত্রের খবরর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রঞ্জি ট্রফি। তবে সেই সময় প্রথম লেগের ম্যাচ আয়োজন করতে চলেছে বিসিসিআই। যদিও বোর্ডের তরফ থেকে এখনও সরকারি ঘোষণা করা হয়নি।  ৫ মার্চ পর্যন্ত চলবে রঞ্জির প্রথম লেগের ম্যাচ।

Latest Videos

এছাড়াও জানা গিয়েছে ৩৮ দলের প্রতিযোগিতা হবে। নির্দিষ্ট কয়েকটি শহরে ম্যাচগুলি হবে। কলকাতা ছাড়াও সেই তালিকায় রয়েছে আমদাবাদ, তিরুঅনন্তপুরম, কটক, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ এবং রাজকোট। প্রতিযোগিতার ফরম্যাটও বদলে যাচ্ছে। নতুন ফরম্যাট অনুযায়ী, ৩২টি দলকে ৮টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। এ ছাড়া প্লেট গ্রুপে লড়াই করবে ৬টি দল। বিসিসিআই এক ময়দানে চারটি করে এলিট গ্রুপের দলের খেলার বন্দোবস্ত করছে। তবে প্লেট গ্রুপের ছয় দল একই ময়দানে খেলবে কি না, সেই বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু শোনা যায়নি। প্রথম পর্বের খেলা শেষের পর আইপিএল আয়োজিত হবে। তারর নক আউট পর্যায়ের খেলা হবে বলেই খবর বোর্ড সূত্রে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today