Sourav Ganguly- শুধু বিসিসিআই নয়, এবার আইসিসিতে সৌরভের 'দাদাগিরি'

বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্বভার সামলাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।  এবার নতুন দায়িত্ব সৌরভ কাঁধে। আইসিসির (ICC) গুরু্ত্বপূর্ণ পদে আসীন হতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
 

খারাপ সময়ে ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)।  ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) শিরদাঁড়াটাই পাল্টে দিয়েছিলেন বেহালার  ডাকাবুকো ছেলেটা। অধিনায়ক সৌরভের কৃতিত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে। ক্রিকেটকে বিদায় জানানোর পর কামব্যাক করেছেন প্রশাসক হয়ে। সেক্ষেত্রে অভিষেকটা  ঘটেছিল সিএবি প্রেসিডেন্ট (CAB President) হিসেবে। তারপর ভারতীয় ক্রিকেট বোর্ডের (Indian Cricket Board) প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন  সাফল্যের সঙ্গে। ডে নাইট টেস্ট থেকে শুরু ক্রিকেটের উন্নতি, জাতীয় থেকে ঘরোয়া ক্রিকেটারদের  আর্থিক অবস্থার মানোন্নয়ন, করোনা পরস্থিতিতে দুটি আইপিএল ও একটি টি২০ বিশ্বকাপ বিদেশের মাটিতে আয়োজন করা,এমন মাইলস্টোন রয়েছে অনেকে। ক্রিকেটার, অধিনায়ক  ও প্রশাসক হিসেবে নিজের 'দাদাগিরি' বারবার দেখিয়েছেন সৌরভ। এবার প্রশাসক সৌরভের মুকুটে যোগ হতে চবেছে আরো এক নতুন পালক।

Latest Videos

বিসিসিআইয়ের (BCCI) গণ্ডী পেরিয়ে এবার আইসিসি (ICC) গুরুত্বপূর্ণ পদে আসীন হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সরকারি ঘোষণা না হলেও, সেই পদে সৌরভের বসা শুধু সময়ের অপেক্ষা  বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, শীঘ্রই আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান (ICC Cricket Committee) হতে চলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট। এই পদে এতদিন নিযুক্ত ছিলেন আরও এক প্রাক্তন ভারত অধিনায়ক  ও সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সতীর্থ অনিল কুম্বলে। ২০১২ সালে ক্লাইভ লয়েডের জায়গায় চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন কুম্বলে। এর পর ২০১৬ সালে তাঁকেই পুনর্নিয়োগ করা হয়। তৃতীয় তথা শেষবার তিন বছরের মেয়াদে পুনরায় নির্বাচিত হন তিনি ২০১৯ সালে।  ৯ বছর ধরে দায়িত্বভার সামলানোর পর এবার সেই জায়গায় আসতে চলেছেন  সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সৌরভ আগে থেকেই আইসিসির এই কমিটির পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। এবার তার পদোন্নতি ঘটছে। আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হওয়ার অর্থ ক্রিকেটের নিয়মাবলির দেখভাল করা। বিসিসিআই প্রেসিডেন্ট পদে থেকেই চেয়ারম্যানের দায়িত্বও নাকি সামলাবেন সৌরভ।

আরও পড়ুনঃCaptain Rohit Sharma- র যাত্রা শুরু, বিরাট কোহলিকে অনেক ক্ষেত্রেই হারিয়েছেন 'হিটম্য়ান'

আরও পড়ুনঃInd vs Nz- দলে একাধিক নতুন মুখ, দেখে নিন নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি২০-তে ভারতের সম্ভাব্য একাদশ

তবে এখানেই থেমে থাকা লক্ষ্য নয় সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের। আরও ওপরে ওঠাই লক্ষ্য ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা  'বাংলার দাদার'। ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটের নিয়ামক মসনদেও সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে দেখার অপেক্ষায় বিশ্ব জুড়ে 'দাদা' ভক্তরা। তবে একদিকে বিসিসিআইয়ের দায়িত্ব অপরদিকে আইসিরি  গুরুত্বপূর্ণ পদের দায়িত্বব, সৌরভের উপর কাজের চাপ অনেকটাই বাড়বে। তবে প্রশাসক সৌরভের সাফল্য নিয়ে কোনও সংশয় নেই ।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury