- Home
- Sports
- Cricket
- Ind vs Nz- দলে একাধিক নতুন মুখ, দেখে নিন নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি২০-তে ভারতের সম্ভাব্য একাদশ
Ind vs Nz- দলে একাধিক নতুন মুখ, দেখে নিন নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি২০-তে ভারতের সম্ভাব্য একাদশ
- FB
- TW
- Linkdin
রোহিত শর্মা-
ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নিজের নতুন ইনিংস শুরু করতে চলেছে রোহিত শর্মা। টি২০ বিশ্বকাপের শষ ম্য়াচগুলিতে রানের মধ্যেও ছিলেন রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দলকে ভালো শুরু দিয়ে অধিনায়কোচিত ইনিংস খেলাই লক্ষ্য হিটম্যানেরর।
কেএল রাহুল-
টি ২০ বিশ্বকাপের শেষ তিন ম্য়াচে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন কেএল রাহুল। একের পর এক অর্ধশতরান করে দুরন্ত ছন্দে ছিলেন। এবার কাঁধে এসেছে সহ অধিনায়কত্বের দায়িত্ব। ফলে তা পালনের পাশাপাশি ব্য়াট হাতেও বড় রান করার জন্য মুখিয়ে রয়েছেন কেএল রাহুল।
ইশান কিশান-
টি২০ বিশ্বকাপ দলে থাকলেও একটি মাত্র ম্যাচে সুযোগ পেয়েছিলেন তরুণ উইকেটরক্ষক ব্য়াটসম্যান ইশান কিশান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্য়াচে রান করতে ব্যর্থ হয়েছিলেন। ঘরের মাঠে সুযোগ পেলে সেই কিউইদের বিরুদ্ধে ফের নিজেকে প্রমাণ করাই লক্ষ্য ইশান কিশানের।
সূর্যকুমার যাদব-
টি২০ বিশ্বকাপে সুযোগ পেলেও তেমন দাগ কাটতে পারেননি সূর্যকুমার যাদব। তবে ঘরের মাঠে কিউইদের বিরুদ্ধে প্রথম এগারোতে সূর্যকুমারের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। বড় রানের ইনিংস খেলে নিজেকে প্রমাণ করার জন্যও মুখিয়ে রয়েছেন সূর্যকুমার যাদব।
শ্রেয়স আইয়র/ অক্ষর প্য়াটেল-
দীর্ঘ দিন পর চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন শ্রেয়স আইয়র। প্রথম এগারোতে সুযোগ পেলে আরও একবার নিজের অপরিহার্যতা প্রমাণ করাই লক্ষ্য শ্রেয়স আইয়রের। তবে দলে অলরাউন্ড অপশন বাড়াতে সেই জায়গায় দলে সুযোগ পেতে পারেন বাঁ-হাতি স্পিনার ও ব্য়াটসম্য়ান অক্ষর প্যাটেল।
ঋষভ পন্থ-
টি২০ বিশ্বকাপে ভালো ছন্দে ছিলেন ভারতীয় দলের মারকাটারি ব্য়াটসম্যান ও উইকেটরক্ষক ঋষভ পন্থ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে তার সুযোগ পাওয়া নিয়ে কোনও সন্দেহ নেই। ব্যাট হাতে বড় ইনিংস খেলার জন্য মুখিয়ে রয়েছেন ঋষভ পন্থ।
দীপক চাহার-
টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পাননি দীপক চাহার। কিন্তু তার অভাব কিছুটা হলেও বুঝতে পেরেছিল দল। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ফের তাকে দলে ফেরানো হয়েছে। সুইং বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংসস খেলতে সক্ষম দীপক চাহার।
ভুবনেশ্বর কুমার-
টি২০ বিশ্বকাপ দলে ছিলেন। কিন্তু দাগ কাটতে ব্যর্থ হয়েছিলেন ভুবনেশ্বর কুমার। তবে তার উপর আস্থা হারাননি ভারতীয় নির্বাচকরা। নিজের পুরোনো ফর্মে ফিরতে মরিয়া ভুবি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন ভুবনেশ্বর কুমার।
রবিচন্দ্রন অশ্বিন-
টি২০ বিশ্বকাপে দীর্ঘদিন পর সাদা বলের ক্রিকেটে ফিরে প্রমাণ করেছিলেন তিনি এখনও কতটা গুরুত্বপূর্ণ। প্রতি ম্য়াচে নিয়েছিলেন উইকেট। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও নিজের স্পিনের ভেলকি দেখানোর বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় তারকা অফ স্পিনার।
যুজবেন্দ্র চাহল-
টি২০ বিশ্বকাপের দলে বাদ পড়েছিলেন যুজবেন্দ্র চাহল। যা নিয়ে কম বিতর্ক হয়নি। তার অভাবও বুঝতে পেরেছিল ভারতীয় দল।তাই ঘরের মাঠে নিউজিল্য়ান্ড সিররিজে ফের তাকেদলে ফেরানো হয়। নিজেকে আরও একবার প্রমাণ করাই লক্ষ্য ভারতীয় তারকা লেগ স্পিনারের।
হার্সল প্যাটেল / আবেশ খান-
২০২১ আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন হার্সল প্যাটেল। দুরন্ত বোলিং করেছিলেন আবেশ খানও। তাদের ভারতীয় দলে সুযোগ পাওয়া ছিল সময়ের অপেক্ষা। টি২০ বিশ্বকাপ শেষ হতেই দলে সুযোগ পেলেন তারা। প্রথম ম্যাচে যে কোনও একজন দলে সুযোগ পেতে পারেন।