T-20 Series- 'আগে ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে!' বাংলাদেশ- পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ অশান্তি চরমে

শুরু হতে চলেছে টি-২০ সিরিজ। ১৯ তারিখ বাংলাদেশের মীরপুর স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ- পাকিস্তান।  তবে সিরিজ শুরুর আগেই শুরু নয়া বিতর্ক। পাকিস্তানের সঙ্গে সিরিজ বাতিলের দাবি তুললো বাংলাদেশ 
 

Riya Dey | Published : Nov 17, 2021 8:19 AM IST

টি-২০ বিশ্বকাপের (T-20 Worldcup) রেশ কাটিয়ে এবার টি-২০ সিরিজের (T-20 Series) পথে পা বাড়িয়েছে ক্রিকেট দুনিয়া। টি-২০ বিশ্বকাপে সেমী ফাইনালে (T-20 Worldcup Semifinal) পৌঁছেও জয়ের কাপ ঘরে আন্তে ব্যর্থ হয়েছে পাকিস্তান। সেমিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়ে ফিরে যেতে হয়েছে তাঁদের।  অন্যদিকে টি-২০ বিশ্বকাপে (T-20 Worldcup) একেবারেই ভালো ফল করতে বাংলাদেশ। যদিও পাকিস্তান- বাংলাদেশ (Pakistan- Bangladesh) দুই দেশ টি-২০ বিশ্বকাপের দুই ভিন্ন গ্ৰুপে ছিল।  তবে পয়েন্ট টেবিলের নিরিখে বিচার করলে গ্ৰুপ এ-র একেবারে শেষের সারিতে ছিল বাংলাদেশ (Bangladesh)। অপরদিকে ফাইনালে পৌঁছাতে না পারলে ও গ্ৰুপ বি-র একেবারে শীর্ষে ছিল পাকিস্তান (Pakistan)। চলতি মরশুমে বাবর বাহিনীর সফলতা বারবার প্রশংসিত হয়েছে ক্রিকেট বিশ্ব দরবারে। এবার টি-২০ সিরিজে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। তবে ম্যাচ শুরুর আগেই বিপাকে পাকিস্তান- বাংলাদেশ সিরিজ (Pakistan- Bangladesh series)। পাকিস্তানের সঙ্গে সিরিজ বাতিলের দাবি তুলেছে বাংলাদেশী ক্রিকেট সমর্থকরা, যা নিয়ে রীতিমত সমস্যায় পড়েছেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটে বোর্ড।

বাংলাদেশের এক সমর্থক (Bangladeshi Supporter) দাবি তুলেছেন যে, 'পাকিস্তান ক্ষমা না চাইলে সিরিজ নয়।' ঘটনার সূত্রপাত হয় পাকিস্তানের পতাকা (Pakistani Flag) ঘিরে। বর্তমানে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে মীরপুরে অনুশীলন করছে পাকিস্তান (Pakistan)। সেখানেই দেখা যায় যে, অনুশীলনের সময় পাকিস্তানের পতাকা মাঠে পুঁতেছে প্লেয়াররা। সেই ছবি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পরে বাংলাদেশী ক্রিকেট প্রেমীরা। তাঁদের মতে, 'পাকিস্তান দল পতাকাটা এমনভাবে লাগিয়েছে যাতে তা ক্যামেরায় ধরা পড়ে।' সাধারণত, ICC-র  নিয়ম অনুসারে, দ্বিপাক্ষিক সিরিজে দুই দেশের পতাকা লাগানো হয়েই থাকে। কিন্তু অনুশীলনের সময় মাঠে গর্ত খুঁড়ে তাতে পতাকা পোঁতা সচরাচর দেখা যায় না। বাংলাদেশ সমর্থকরা (Bangladeshi Supporters) দাবি তুলেছেন যে, ‘এতে মাঠের ক্ষতি হয়।' এরপর থেকেই নেটদুনিয়ায় ধিক্কারের শিকার হতে থাকে পাকিস্তান।  সোশ্যাল মিডিয়ায় স্লোগান উঠতে শুরু করে, 'Go back Pakistan' (পাকিস্তান ফিরে যাও)। বাংলাদেশের এক সমর্থক সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এর আগেও তো অনেক দেশ বাংলাদেশের সাথে সিরিজ খেলেছে। কিন্তু অনুশীলনের সময় এইভাবে পতাকা তো কেউ পোঁতেনি।  তাহলে পাকিস্তান এ কাজ করলো কেন? এর মানে কী দাঁড়ায়? ওপর আর এক সমর্থক লেখেন, 'এই মুহূর্তে বাংলাদেশের উচিত এই সিরিজ বন্ধ করা এবং বাংলাদেশ থেকে পাকিস্তানের পতাকাকে ব্যান (Pakistani Flag Ban) করা।'

আরও পড়ুন- T-20 World Cup India Pak Match- ভারতীয় হয়ে পাকিস্তানের জয়ে উচ্ছাস প্রকাশের শাস্তি হল জেল

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিসিবির প্রাক্তন পরিচালক সিরাজউদ্দিন মহম্মদ আলমগী (Sirajuddin Md Almagi)। তিনি বলেন, 'বিশ্বকাপের সময় পাকিস্তান তাদের পতাকা উড়িয়ে অনুশীলন করেছিল। এটা নিয়ে কিন্তু আগেও সমালোচনা হয়েছে। এবার বাংলাদেশে পাকিস্তানের জাতীয় পতাকা (Pakistani Flag) উড়িয়ে অনুশীলন করা হল। বোঝা উচিত এতে আমাদের আবেগ জড়িয়ে আছে। পাকিস্তানের জাতীয় পতাকা (Pakistani Flag) আমাদের দেশে বা স্টেডিয়ামগুলোতে উড়বে আর আমরা স্বাধীন দেশের মানুষ মেনে নেব সেটা কখনওই কাম্য নয়।  ভবিষ্যতে ক্রিকেট বোর্ড এই বিষয়ে আর ও সতর্ক হবেন বলেই আশা রাখি।  যদিও এই বিষয়ে অন্যান্য দেশের ক্রিকেট বর্ডার তরফে কোনো বার্তা মেলে নি। প্রসঙ্গত, বাংলাদেশের মীরপুর অর্থাৎ যেখানে পাকিস্তান অনুশীলন করছিল সেই মীরপুরের কঠিন ইতিহাস আজও দগদগে বাংলাদেশবাসীর হৃদয়ে। পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ হওয়ার সাক্ষী এই মীরপুর। খান সেনাদের অত্যাচার এখনও ভুলতে পারে নি বাংলাদেশের মানুষ।  

আরও পড়ুন- Hardik Pandeya- 'নিজেই গিয়ে কিনেছিলাম' ৫ কোটির ঘড়ি কান্ডে অপপ্রচারের দাবি তুলেছেন হার্দিক পান্ডিয়া

আরও পড়ুন- T-20 Worldcup 2021- এ কি করলেন শাহিন আফ্রিদি ! হবু শ্বশুর শাহিদের গলায় শোনা গেল ভিন্ন সুর
 

Read more Articles on
Share this article
click me!