টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির কী ভাবনা, জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

  • চলতি বছরে টি২- বিশ্বকাপ বাতিল তা একপ্রকার নিশ্চিৎ
  • তবুও বিশ্বকাপ করার জন্য শেষ চেষ্টা চালাচ্ছে আইসিসি 
  • পরবর্তী বৈঠকেই সম্ভব বিশ্বকাপ বাতিলের ঘোষণা করবে আইসিসি
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির ভাবনার কথা জানালেন সৌরভ
     

চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ যে হচ্ছে না তা একপ্রকার নিশ্চিত। অস্ট্রেলিয়া বোর্ড ও মিডিয়ার তরফে সেই কথা প্রকারন্তরে বলা হয়েছে। ইতিমধ্যেই সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে অজিরা সেই কথাও জানানো হয়েছে। একইসঙ্গে বিশ্বকাপের জায়গায় যে আইপিএল হবে তাও দাবি করেছে অজি মিডিয়া। এতকিছুর পরও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করছে না বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। দিনের পর দিন আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের সিদ্ধান্ত নিয়ে গড়িমসি করায় তা যে বিসিসিআই ভালভাবে নিচ্ছে না সেই কতা আগেই জানানো হয়েছে। আইসিসির উপর বিসিসিআই ক্ষুব্ধ তাও প্রকাশ্যে বলেছেন বিসিসিআই কর্তারা। আইসিসির পরবর্তী মিটিংয়ে সম্ভবত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। সূত্রের খবর, বিশ্বকাপ বাতিল হলে তার পরবর্তীকালে কীভাবে করা হবে সেই রূপরেখা তৈরি করেই সিদ্ধান্তের কথা ঘোষণা করবে আইসিসি।

আরও পড়ুনঃ'দাদাকে খোঁচা দিলে সময় মতো পাল্টা ঠিক ফেরৎ পাবেন'

Latest Videos

আরও পড়ুনঃকেন বিপক্ষকে টসের জন্য অপেক্ষা করাতেন সৌরভ গঙ্গোপাধ্যায়,কারণ জানালেন ইরফান পাঠান

অপরদিকে অস্ট্রেলিয়ায় ফের বাড়ছে করোনা সংক্রমণ। বিশেষ করে মেলবোর্নে অবস্থা শোচনীয়। সেখানে ফের ৬ সপ্তাহের জন্য লকডাউন করা হয়েছে। ফলে বিশ্বকাপের আর ক্ষীণ সম্ভাবনাও রইল না বলে মনে করছেন সকলে। এই পরিস্থিতিতে আইসিসির ভাবনা ও টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান,'আইসিসি-তে টি-২০ বিশ্বকাপ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। আসলে আমার মনে হয় আইসিসি সূচি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে সচেষ্ট। কারণ মাথায় রাখতে হবে বিশ্বকাপ থেকে বড় অঙ্কের রেভিনিউ হয়। ঠিক যেমন আইপিএল আমাদের কাছে, তেমনই টি-টোয়েন্টি বিশ্বকাপ হল আইসিসি-র কাছে। এই পয়েন্ট থেকে আমি বলতে পারি, আইসিসি বিশ্বকাপ আয়োজন করার সবরকমের চেষ্টা চালাচ্ছে। আমাদেরকে তাই আইসিসি-র সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবেই।' ফলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা থেকে স্পষ্ট যে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল তা নিশ্চিত। তারপরই আইপিএল নিয়ে আলোচনা এগোনোর সম্ভাবনা প্রবল।

আরও পড়ুনঃ'সৌরভ শক্তিশালী দল তুলে দিয়েছিল ধোনিকে কিন্তু বিরাটকে তা দিতে পারেনি ধোনি',গম্ভীরের মন্তব্যে বিতর্ক


 

Share this article
click me!

Latest Videos

Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari