রঞ্জিতে দুরন্ত কামব্যাক বাংলার, প্রথম ম্য়াচে বরোদাকে হারাল ৪ উইকেটে

জয় দিয়ে রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022) অভিযান শুরু করল বাংলা (Bengal)। বরোদাকে (Baroda) ৪ উইকেটে হারাল অরুণ লালের (Arun Lal)দল।  শেষ দিনে অনবদ্য ব্যাটিং করলেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed), অভিষেক পোড়েলরা (Abhishek Porel)।
 

দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022) প্রথম ম্য়াচে বরোদাকে (Baroda) জয় তুলে নিল বাংলা (Bengal)। তৃতীয় দিনে ৩৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে যে শুরুটা তৃতীয় দিনে করে দিয়ে গিয়েছিলেন অভিমূন্য ঈশ্বরণ ও অনুষ্টুপ মজুমদাররা, তাকে চতুর্ত দিনে এগিয়ে নিয়ে গিয়ে বাংলাকে জয় এনে দিলেন শাহবাদ আহমেদ (Shahbaz Ahmed), অভিষেক পোড়েল (Abhishek Porel), মনোজ তিওয়ারিরা (Manoj Tiwary)। অভিষেক ম্য়াচেই দলের প্রয়োজনে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেললেন অভিষেক পোড়েল। এছাড়া বাংলার জয়ে ৭৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক অভিমূন্য ইশ্বরণ (Abhimanyu Easwaran), ৭১ রান করেন শাহবাজ আহমেদ, এছাড়াও ৩৭ রানের ইনিংস খেলেন বাংলা মন্ত্রী-ক্রিকেটার মনোজ তিওয়ারিও।  দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুড়ে দাঁড়িয়ে যে জয় তুলে নিল বাংলার দল তাতে ছেলেদের পাফরম্যান্সে খুশি কোচ অরুণ লালও।

ম্য়াচের  প্রথম ইনিংসে বরোদা অলআউট হয়ে যায় ১৮১ রানে। জবাবে প্রথম ইনিংসে বাংলার ব্য়াটিং ভরাডুবি ঘটে। বাংলার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ইশান পোড়েল। কিন্তু প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে মাত্র ৮৮ রানে শেষ হয়ে যায় মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদারদের ইনিংস। প্রথম ইনিংসে ৯৩ রানের বিশাল লিড পায় বরোদা দল। সেই সময় অনেকেই ভেবে নিয়েছিল এই ম্য়াচে বাংলার ঘুড়ে দাঁড়ানো খুব মুশকিল। দ্বিতীয় ইনিংসে বরোদা করে ২৫৫ রান। বাংলার হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন ইশান পোড়েল ও আকাশ দীপ। প্রথম ইনিংসে ৯৩ রানের লিডের সৌজন্যে ৩৪৯ রানের টার্গেট দেয় কেদার দেবধরের দল। রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুটা ভালোই করে বাংলা দল। ৮৯ রানের পার্টনারশিপ করেন দুই ওপেনার সুদীপ ঘরামি ও অভিমুন্য ঈশ্বরণ। তারপর ২৭ রান করে আউট হন সুদীপ ঘরামি। কিন্তু খাতা না খুলেই প্যাভেলিয়নে ফেরত যান ঋত্ত্বিক চট্টোপাধ্যায়। এরপর দলের ইনিংসের রাশ ধরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান অভিমূন্য ঈশ্বরণ ও অনুষ্টপ মজুমদার। নিজের অর্ধশতরানও পূরণ করেন বাংলার অধিনায়ক। 

Latest Videos

 

আরও পড়ুনঃভারতের লক্ষ্য 'হোয়াইট ওয়াশ', সম্মান রক্ষা করতে পারবে কী ক্যারেবিয়ানরা

আরও পড়ুনঃদলে নেই বিরাট-পন্থ, তৃতীয় টি২০তে ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তন, দেখে নিন সম্ভাব্য একাদশ

তৃতীয় দিনের শেষে বাংলা দলের স্কোর ছিল  ১৪৬ রানে ২ উইকেট। কিন্তু দিনের শুরুতেই আউট হন অভিমূন্য ঈশ্বরণ। ৭৯ রান করেন তিনি। অনুষ্টুপ মজুমদার ফেরেন ৩৩ রানে। ১৮ রান করে আউট হন সুদীপ চট্টোপাধ্যায়ও। ১৭৬ রানে ৫ উইকেট হারিয়ে একসময় চতুর্থ দিন চাপে পড়ে গিয়েছিল বাংলা দল। এরপর ইনিংসের রাশ ধরেন মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদ। ৬৬ রানের পার্টনারশিপ করেন তারা। ৩৭ রান করে আউট হন মনোজ। তারপর এই ম্য়াচে অভিষেককারী অভিষেক পোড়েল ও শাহবাজ আহমেদ মিলে অনবদ্য ব্য়াটিং করেন। ১০৮ রানের পার্টনারশিপ করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি দুজনেই অর্ধশতরান করেন। ১০০ বলে ৭১ রান ও ৭০ বলে ৫৩ রানের ম্য়াচ উইনিং ইনিংস খেলেন অভিষেক ও শাহবাজ। বাংলার জয়ে বল হাতে দাদা দুই ইনিংসে ৭ উইকেট নেন ইশান পোড়েল। ও অর্ধশত রান করে দলকে জয় এনে দেন ভাই অভিষেক পোড়েল। দলের হয়ে পারফর্ম করকে পেরে খুশি চন্দননগরের 'পোড়েল ব্রাদার্স'। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন