পানীয়র গ্লাস হাতে উল্লাস, রঙিনভাবেই শেষকৃত্য সম্পন্ন হল শেন ওয়ার্নার

Published : Mar 20, 2022, 06:25 PM IST
পানীয়র গ্লাস হাতে উল্লাস, রঙিনভাবেই শেষকৃত্য সম্পন্ন হল শেন ওয়ার্নার

সংক্ষিপ্ত

গত ৪ মার্চ হৃদরোগে (Heart Attack)  আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কিংবদন্তী (Legend)লেগ স্পিনার শেন ওয়ার্ন (Shane Warne)।  রবিার শেষকৃত্য সম্পন্ন হল ওয়ার্নির।  ৩০ মার্চ স্পিন জাদুকরের শেষ শ্রদ্ধা অনুষ্ঠান আয়োজিত হবে আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (Melbourne Cricket Ground)।   

মৃত্যুর ১৫ দিনেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর অবশেষে শেষকৃত্য সম্পন্ন হল অস্ট্রেলিয়ার কিংবদন্তী (Legend) লেগ স্পিনার (Leg Spinner) শেন ওয়ার্নের (Shane Warne)। রবিবার  মেলবোর্নের (Melbourne) সেন্ট কিলদা ফুটবল ক্লাবে আয়োজিত কার্যত রুদ্ধদ্বার শেষ শ্রদ্ধাশ্রদ্ধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন সহ মোট হাতে গোনা কয়েক জন মানুষ। তিন সন্তান, বাবা-মা, ঘনিষ্ঠ কিছু পরিজন, ঘনিষ্ঠ বন্ধুরা ইপস্থিত ছিলেনষ এছাড়া ছিলেন  অস্ট্রেলিয়ার প্রাক্তন দুই অধিনায়ক অ্যালান বর্ডার, মার্ক টেলর ও ইংল্যান্ডেন প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।  মোট ৮০ জনকে নিয়ে হয় ওয়ার্নের শেষকৃত্য। মৃত্যুর পর দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যাওয়া ক্রিকেট কিংবদন্তীর কফিন আর খোলা হয়নি। চোখে জল থাকলেও, মুখে হাসি নিয়ে লেগ স্পিনার জাদুকরকে শেষ বিদায় জানালেন সকলে।

গত ১০ মার্চ থাইল্যান্ড থেকে মেলবোর্নে আনা হয় শেন ওয়ার্নের মৃতদেহ।  রবিবার মেলবোর্নের মুরাবিন ওভালে ওয়ার্নের কফিনবন্দি দেহ আসতেই  কাঁধে তুলে  নেন ছেলে জ্য়াকসন। মাঠে একপাক ঘোড়ানো হয় ওয়ার্নারে দেহ। তিন সন্তান জ্যাকসন, সামার ওয়ার্ন ও নেয়ে ব্রুক বাবাকে শেষ শ্রদ্ধা জানান।  ওয়ার্ন যেমন রঙিন জীবনে বিশ্বাসী ছিলেন তাই এদিন স্টেডিয়ামে ওয়ার্নের বন্ধু ও প্রাক্তন প্লেয়াররা পানীয়র গ্লাস হাতে করে চিয়ার্স করে বিদায় জানান গত শতাব্দীর সেরা ডেলিভারির মালিককে।  
শেষকৃত্যের জন্য উপস্থিত ছিলেন দু’জন পাদ্রী। ওয়ার্নের ছেলে জ্যাকসন শেষকৃত্যের কাজ সম্পন্ন করেন। ওয়ার্নের নানা স্মৃতিচারণে করেন এদিন অনেকেই। ওয়ার্ন ক্রিকেট ইতিহাসের চিরজীবন অমর থেকে যাবেন। ৩০ মার্চ মেলবোর্ন স্টেডিয়ামে হবে শেন ওয়ার্নের স্মরণ অনুষ্ঠান।  অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ছাড়াও উপস্থিত থাকবেও ১ লক্ষ মানুষ ও দেশ বিদেশের বিশিষ্ট ক্রীড়াবিদরা।

প্রসঙ্গত,  গত শুক্রবার সন্ধেয় থাইল্য়ান্ডের নিজের ভিলাতে হৃদরোগে (Heart Attack)আক্রান্ত হয়ে প্রয়াত হন টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তথা ক্রিকেট ইতিহাসের সেরা লেগ স্পিনারের। ময়না তদন্ত রিপোর্চে জানিয়েছে ওয়ার্নের মৃত্যু সম্পূর্ণ স্বাভাবিক।  স্পিনের জাদুকরের মৃত্যুর খবরে এখও শোকস্তব্ধ গোটা ক্রিকেট বিশ্ব। ক্রিকেট কেরিয়ারে ১৪৫টি টেস্ট ম্য়াচ খেলে শেন ওয়ার্নের ঝুলিতে রয়েছে ৭০৮টি উইকেট। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের পর তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। একদিনের ক্রিকেটে ১৯৪ ম্য়াচে খেলে নিয়েছেন ২৯৩টি উইকেট। দেশের হয়ে জিতেছেন ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup) । ক্রিকেটকে বিদায় জানানোর পর ফ্র্যাঞ্চাইজি বেস ক্রিকেট লিগেও নিজের জাত চিনিয়েছেন কিংবদন্তী লেগ স্পিনার। ২০০৮ সালে প্রথম আইপিএলে (IPL) অন্য়ান্য দলের থেকে অপেক্ষাকৃত কম শক্তির দল নিয়ে রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করোছিলেন তিনি। প্রথম আইপিএল জয়ী অধিনায়ক হিসেবে খোদাই থাকবে তাঁর নাম। 

আরও পড়ুনঃআইপিএলের আগেই বিয়ে সারলেন গ্লেন ম্যাক্সওয়েল, হানিমুনে কোথায় যাচ্ছেন নবদম্পতি

আরও পড়ুনঃআইপিএলের বিগত ১৪টি মরসুমের ফাইনাল ও চ্যাম্পিয়নদের ইতিহাস, এক নজরে ফিরে দেখা নস্টালজিয়া

আরও পড়ুনঃবিগত ১৪ বছর ধরে কাদের ব্যাট শাসন করেছে আইপিএলের ২২ গজ, দেখে নিন সেরা ১০ জনের তালিকা

PREV
click me!

Recommended Stories

Virat Kohli Earnings: ইনস্টাগ্রাম থেকেই ঝুলিতে কোটি কোটি টাকা, একটি মাত্র পোস্ট থেকে কোহলির আয় কত জানেন?
IND vs NZ T20: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে কেমন হতে পারে ভারতীয় দল?