৪৬-এই থামল সাইমন্ডসের জীবনের ইনিংস, শোক প্রকাশ ক্রিকেট বিশ্বের

রবিবার ভোররাতে গাড়ি দুর্ঘটনায় ( Car Accident) মৃত্যু হয় অ্যান্ড্রু সাইমন্ডসের (Andrew Symonds)। প্রাক্তন তারকা ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ অস্ট্রেলিয়া ক্রিকেটার থেকে গোটা ক্রিকেট বিশ্বের। 

চলতি বছরের ৪ঠা মার্চ  প্রয়াত হয়েছিলেন অস্ট্রেলিয়া তথা ক্রিকেট বিশ্বের কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন। মাঝে ব্যবধান মাত্র এক মাাস দশ দিনের। তারমধ্যে আরও দুঃসংবাদ ক্রিকেট বিশ্বে। রবিবার ভোর রাতে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। অস্ট্রেলিয়ার পুলিশ সূত্রের খবর, রবিবার স্থানীয় সময় রাত ১১টা নাগাদ অস্ট্রেলিয়ার টাউন্সভিলে দুর্ঘটনাগটি ঘটে। হার্ভে রেঞ্জ রোডের উপর দিয়ে যাওয়ার সময় অ্যালিস রিভার ব্রিজের কাছে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় সাইমন্ডসের গাড়ি। সাইমন্ডস এবং তাঁর এক সহযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। অজি তারকার প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব।

অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুর পর শোক প্রকাশ করেছে তার একদা সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট। সাইমন্ডসের মৃত্যু মেনে নিতেই পারছেন না তিনি। সোশ্যাল মিডিয়া লিখেছেন, ‘এটি সত্যি আঘাত দেয়।’ অন্য একটি টুইটে তিনি লিখেছেন,‘আপনার সবচেয়ে বিশ্বস্ত, মজার, প্রেমময় বন্ধুর কথা ভাবুন যে আপনার জন্য সবকিছু করতে পারে। তিনি হলেন রয়।’

Latest Videos

 

 

প্রতিক্রিয়া দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার। সাইমন্ডসেরল মৃত্যুতে ব্যথিত তিনিও। বলেছেন, ‘সে বল লম্বা হিট করে ভক্তদের বিনোদন দিতে চেয়েছিল। সে অনেকটা সেকেলে ক্রিকেটার ছিল।’

শোয়েব আখতার ট্যুইটে লিখেছেন, শোয়েব আখতার টুইট করে লিখেছেন,‘অস্ট্রেলিয়ায় একটি গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুর কথা শুনে অবাক। মাঠে এবং বাইরে আমাদের একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে। তার পরিবারের পাশে থেকে তার জন্য প্রার্থনা করব।’

 

 

শোক প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও দীর্ঘ বছর একে অপরের বিপক্ষে খেলা ভিভিএস লক্ষ্মণ। লক্ষ্মণ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভারতে ঘুম থেকে ওঠার আগে এটা খুবই শকিং খবর। খুব দুঃখের খবর। তাঁর আত্মার শান্তি কামনা করি। 

 

 

মাইকেল বেভান, জেসন গিলেসপি, ড্যামিয়েল ফ্লেমিংরাও  শোকবার্তা জানিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসির তরফেও শোক জ্ঞাপন করা হয়েছে। 

 

 

 

 

 

 

 

 

 

 

নিজের ক্রিকেট কেরিয়ারে ২৬টি টেস্ট, ১৯৮টি একদিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন সাইমন্ডস। একদিনের ক্রিকেটে ৫০৮৮ রান এবং ১৩৩টি উইকেট দখল করেন তিনি। টেস্টে দু’টি শতরান-সহ ১৪৬২ রান করেছিলেন সাইমন্ডস। ১৯৯৮ থেকে ২০১২ পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সি গায়ে চুটিয়ে খেলেছেন। ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন অ্যান্ড্রু। টি২০-তে মোট ৩৩৭ রান করেছেন তিনি। এছাড়া আইপিএল কেরিয়ারে ৩৯টি ম্য়াচে ৯৭৪ রান করেছেন সাইমন্ডস। 

আরও পড়ুনঃঅস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার সাইমন্ডসের সেরা ৫ বিতর্ক, যা তাঁর ক্রিকেট কেরিয়র অকালে শেষ করেছিল

আরও পড়ুনঃশরীরে অ্যাফ্রো-ক্যারিবিয়ান রক্ত, ৩ মাস বয়সে দত্তক, কীভাবে অস্ট্রেলিয়ায় পৌঁছেছিলেন অ্যান্ড্রিউ সাইমন্ডস

​​​​​​​আরও পড়ুনঃ৫ লক্ষ মার্কিন ডলারের সম্পত্তি রেখে চির বিদায় নিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস
 

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ