ফাইনাল শেষে হাতাহাতি , বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেটারদের থামালেন কোচ

  • ম্যাচের পরও থামল না উত্তেজনা
  • আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে
  •  ভারত-বাংলাদেশের ক্রিকেটাররাই জড়ালেন বিতর্কে
  • উত্তপ্ত বাক্য বিনিময়ে থেকে হাতাহাতি ম্যাচ শেষে  

ম্যাচের পরও থামল না উত্তেজনা। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের পর ভারত-বাংলাদেশ দুদলের ক্রিকেটাররা জড়িয়ে পড়েন উত্তপ্ত বাক্য বিনিময়ে ৷ এক সময় বচসা হাতাহাতির  দিকে গড়ায়। কোচ পরেশ মামরে পরিস্থিতি নিয়ন্ত্রণে না  আনলে পরিস্থিতি খারাপ হতে পারত।

কলকাতার ডাক্তার গৃহিনীর কামুকপনায় অতিষ্ঠ স্বামী, বিয়ে বাঁচাতে পায়ে 'ড্রাইভ' স্ত্রী-র 

Latest Videos

এদিন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ক্রিকেটাররা ক্রমাগত স্লেজিং করতে থাকে ভারতীয় ব্যাটসম্যানদের৷  একস ময় দেখা যায়, তানজিম হাসান শাকিব একবার ফলো থ্রুয়ে বল ধরে সরাসরি ছুঁড়ে দেন ব্যাটসম্যান দিব্যাংশ সাক্সেনার মাথায়। কোনওক্রমে নিজের মাথা বাঁচান দীনেশ। সেবার আম্পায়ার  তানজিমকে সতর্ক করেন। পরে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় রবি বিষ্ণোই-সহ ভারতীয় ক্রিকেটারদের সমবেত স্লেজিংয়ের মুখে পড়তে হয় ইমনকে৷ 

বাইক ট্যাক্সির বরাত খুলল, নয়া নিয়ম আনছে রাজ্য সরকার

জানা গেছে, খেলার শেষ বাংলাদেশি ক্রিকেটারদের শরীরি ভাষার সঙ্গে সঙ্গে কথাবার্তাও ছিল অত্যন্ত আগ্রাসী৷ ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য করমর্দনের সময়ও কটূক্তি উড়ে আসে বাংলাদেশি ক্রিকেটারদের তরফে। এক সময় কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে তেড়ে যেতে দেখা যায় বিপক্ষের দিকে। এমনকী কটূক্তি করা একজন বাংলাদেশি ক্রিকেটারকে ঠেলে সরিয়ে দেয় এক ভারতীয় ক্রিকেটার। সেই সময় পরিস্থিতি  সামল দেন  কোচ পরশ মামব্রে। 

মোদী সরকারকে কি অনাগরিকরা ভোট দিয়ে এনেছে, প্রশ্ন অপর্ণার

ভারতীয় ক্রিকেটারদের দূরে সরিয়ে নিয়ে না গেলে  পরিস্থিতি আরও খারাপ হতে পারত।  এদিন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৭৮ রান। বৃষ্টির কারণে সেই লক্ষ্যমাত্রা কমে হয় ১৭০।  তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ভারতকে  ৩ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশের ছোটরা। এই প্রথমবার বিশ্বসেরার খেতাব জিতল বাংলাদেশ। অনুর্ধ্ব ১৯ স্তরে হলেও এই জয় বাংলাদেশ ক্রিকেটের কাছে নিঃসন্দেহে স্মরণীয় সাফল্য। 

অনাথ হল ছোট্ট মেঘনা, স্ত্রীকে খুন করে গ্রেফতার তার বাবা

Share this article
click me!

Latest Videos

বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, BGB'র বাধা! রক্ষা করতে এল BSF | Mekhliganj
চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস Rachana Banerjee-র | Hooghly News Today
সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের BGB? কড়া জবাব দেবে BSF | India Bangladesh Border |
স্কুলে নেই পানীয় জল! Mid Day Meal-এর ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন
Kho Kho World Cup 2025: দেশের বুকে এবার খো খো বিশ্বকাপ, ভারতীয় দলকে কারা নেতৃত্ব দেবেন?