CSK vs GT- সিএসকে বনাম গুজরাট টাইটানস, জাদেজা ও হার্দিকের দ্বৈরথে এগিয়ে কে, জানুন বিস্তারিত

Published : Apr 17, 2022, 01:49 PM IST
CSK vs GT- সিএসকে বনাম গুজরাট টাইটানস, জাদেজা ও হার্দিকের দ্বৈরথে এগিয়ে কে, জানুন বিস্তারিত

সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর সুপার সানডের দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস (Chennai Super Kings vs Gujarat Titans)। একদিকে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করা লক্ষ্য হার্দিক পান্ডিয়ার দল। অপরদিকে দ্বিতীয় জয় পেতে মরিয়া রবীন্দ্র জাদেজার দল।   

আইপিএল ২০২২ (IPL 2022) -এর আরও একটির সুপার সানডের দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানস (Chennai Super Kings vs Gujarat Titans)। এবারের আইপিএলের এখনও পর্যন্ত প্রতিযোগিতার সবথেকে সফল দল হার্দিক পান্ডিয়ার  গুজরাট টাইটানস। পাঁচটি খেলার মধ্যে চারটিতে জিতে লিগ টেবিলের এক নম্ব স্থানে রয়েছে গুজরাট। অপরদিকে এবার একেবারেই চেনা ছন্দে নেই গতবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে। প্রতিযোগিতার প্রথম চারটি ম্য়াচে হারের মুখ দেখতে হয়েছে রবীন্দ্র জাদেজার দলকে। শেষ ম্য়াচে জয়ে ফিরেছে ইয়োলো আর্মি। শেষ চারে ওঠার লড়াইয়ে থাকতে হলে আজকের ম্য়াচ জয় দরকার চারবারের আইপিএল চ্যাম্পিয়নদের। অপরদিকে, চেন্নাইকে হারিয়ে লিগ টেবিলের প্রথম স্থান আর শক্ত করাই লক্ষ্য গুজরাট টাইটানসের। 

আত্মবিশ্বাসী গুজরাট টাইটানস-
ধারে ভারে খুব শক্তিশালী দল না হলেও আইপিএলের প্রথম মরসুমের শুরুটা দুরন্ত করেছে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানস। প্রথম টানা তিনটি ম্য়াচে জয়ের পর হায়দরাবাদের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছিল। তলে শেষ ম্যাচে শক্তিশালা রাজস্থানকে হারিয়ে জয়ে ফিরেছে হার্দিক পান্ডিয়ার দল। গুজরাটের ব্য়াটিং লাইনআপে শুবমান গিলের ধারাবাহিকতার অভাব থাকলেও ছন্দে রয়েছেন তিনি। এছাড়া ব্য়াট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন খোদ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এছাড়া রানের মধ্যে রয়েছেন অভিনব মনোহর, ডেভিড মিলাররা। আজকে দলে ম্যাথু ওয়েডের জায়গায় সুযোগ পেতে পারেন ঋদ্ধিমান সাহা। বল হাতেও ভালো ফর্মে রয়েছেন মহম্মদ শামি, লকি ফার্গুসন, রাশিদ খানরা। সব মিলিয়ে সিএসকেরে বিরুদ্ধে প্রতিযোগিতাল পঞ্চম জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী গুজরাট টাইটানস।

লড়াই দিতে প্রস্তুত সিএসকে-
প্রতিযোগিতার প্রথম চারটি ম্যাত হারের পর দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল চেন্নাই সুপার কিংসের। শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে জয় কিছুটা অক্সিজেন দিয়ছে রবীন্দ্র জাদেজার দলকে। তবে এখনও একাধিক জায়গায় খামতি রয়েছে সিএসকের। এখনও রানের মধ্যে নেই রুতুরাজ গায়কোয়াড়। সেরা ছন্দে নেই মইন আলি। রবীন্দ্র জাদেজাও এখনও উল্লেখযোগ্য কোনও পারফরম্য়ান্স করতে পারেনি। ধোনির ধারাবাহিকতার অভাব তো রয়েইছে। তবে ব্য়াটিং লাইনআপে রবিন উথাপ্পা ও শিবম দুবের ফর্ম স্বস্তিতে রেখেছে টিম ম্য়ানেজমেন্টকে। বোলিং লাইনে গত ম্য়াচে রবীন্দ্র জাদেজা, মহেশ থিকসানা দুই স্পিনার ছাড়া সকলেই নিজেরে সেরাটা দিতে পারেনি। তাই আজকের ম্য়াচে ফর্মে ফিরতে মরিয়া ক্রিস জর্ডান, ডোয়েইন ব্রাভো, মুকেশ চৌধুরীরা। তবে গুজরাটের বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত সিএসকে।

পিচ রিপোর্ট-
চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানসের ম্যাচ হতে চলেছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশম স্টেডিয়াম পুণেতে। এখানকার পিচ ব্যাটিংয়ের জন্য আদর্শ। হাইস্কোরিং ম্য়াচ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে স্পিনাররা প্রথম ইনিংসে কিছুটা সুবিধা পেতে পারে। মুম্বইয়ের অন্য়ান্য মাঠের তুলনায় এখানে শিশির সমস্যা কিছুটা কম। তবে টস জিতে ফিল্ডিং করাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। 

ম্য়াচ প্রেডিকশন-
সিএসকে ও গুজরাট টাইটানস দলে একাধিক ম্য়াচ উইনার রয়েছে। দুই দলের ব্যাটিং-বোলিং লাইনআপের শক্তির বিচার করলে ব্যাটিংয়ে সিএসকের খাতায় কলমে শক্তিশালী। অপরদিকে বোলিংয়ে শক্তিশালী গুজরাট। তবে দুই দলের সাম্প্রতিক ফর্ম বিচার করলে আজকের ম্য়াচ হার্দিক পান্ডিয়ার দলের পক্ষেই বাজি ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

আরও পড়ুনঃMI vs LSG- ব্যক্তিগত জীবনে কতটা বিলাসবহুল জীবন যাপন করেন কেএল রাহুল, দেখুন অদেখা সব ছবি

আরও পড়ুনঃএক সময় আইপিএল কাপিয়েছে পাকিস্তান ক্রিকেটাররা, ফিরে দেখা তাদের পারফরম্যান্স

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?