- Home
- Sports
- Cricket
- MI vs LSG- ব্যক্তিগত জীবনে কতটা বিলাসবহুল জীবন যাপন করেন কেএল রাহুল, দেখুন অদেখা সব ছবি
MI vs LSG- ব্যক্তিগত জীবনে কতটা বিলাসবহুল জীবন যাপন করেন কেএল রাহুল, দেখুন অদেখা সব ছবি
- FB
- TW
- Linkdin
আইপিএল ২০২২ নতুন দল লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন ভারতীয় তারকা কেএল রাহুল। দলের অধিনায়কও তিনি। প্রতিযোগিতার শুরুটা খুব একটা খারাপ করেনি লখনউ। অধিনায়কত্ব করার পাশাপাষশি ব্য়াট হাতেও দারুই ছন্দে রয়েছে কেএল রাহুল। একাধিক ম্য়াচে ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে করছেন শতরান।
১৮ এপ্রিল ১৯৯২ সালে ম্যাঙ্গালোরে কেএল রাহুল জন্মগ্রহণ করেন। খেলাধুলার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। কেএল রাহুল তার বিলাসবহুল জীবন হোক বা প্রেম জীবন সবসয় মিডিয়ার শিরোনামে থাকেন তারকা ভারতীয় ক্রিকেটার।
কেএল রাহুলের ২০১৪ সালে টেস্ট অভিষেক হয়েছিল। এরপর ২ বছর অপেক্ষার পর আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পান। এর পরে, ২০১৯সালে, 'কফি উইথ করণ'-এ মহিলাদের প্রতি তার বলা আপত্তিকর মন্তব্যের জন্য অস্ট্রেলিয়া সফরের মাঝখানে বিসিসিআই তাকে সাসপেন্ড করেছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই বিসিসিআই তার নিষেধাজ্ঞার তুলে নেয়।
এটা হয়তো আপনাদের অনেকর কাছেই অজানা যে কেএল রাহুল ভারতীয়দের সবথেকে ধনী ২০ ক্রিকেটারের মধ্যে একজন। খুব কম সময়েই এই জায়গায় এসেছেন তিনি। ভারতীয় টাকায় তার মোট সম্পত্তির পরিমাণ ৬২ কোটি টাকা। এই বছর ১৭ কোটি টাকা দিয়ে লখনউ সুপার জায়ান্ট কেএল রাহুলকে অধিনায়ক হিসেবে দলে নিয়েছে।
এছাড়া ভারতীয় ক্রিকেট দলের খেলোয়ার হিসেবে বিসিসিআই তাকে প্রতি বছর ৫ কোটি টাকা দেয়। তার আয়ের প্রধান উৎস হল ব্র্যান্ড এনডোর্সমেন্ট। একাধিক ব্র্যান্ডের হয়ে প্রচার করে থাকেন তিনি। সেই তালিকায় রয়েছে ড্রিম ১১ ও পুমার মত ব্র্যান্ডের নাম। তাছাড়াও অন্যান্য ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।
কেএল রাহুল শান্ত-নিলিবিলি জায়গায় থাকতে পছন্দ করেন। তার ব্যাঙ্গালোর বাড়ি হার মানাবে যে কোনও বিলাস-বাংলোকেও। রাহুল তার বাড়ির বারান্দায় একটি বিলাসবহুল জিমও তৈরি করেছেন। যেখানে তিনি নিজেকে ফিট রাখতে সময় ব্যয় করেন। তার একটি খুব সুন্দর এবং দামি কুকুরও রয়েছে।
এছাড়া গোয়াতেও কেএল রাহুলের একটি বিলাস বহুল ভিলা রয়েছে। মোট ৭ হাজার বর্গফুট জায়গা নিয়ে ভিলাটি তৈরি করা হয়েছে। সব ধরনের রাজকীয় ব্যবস্থা রয়েছে ভিলাটির অন্দরে। যেটি তিনি তার বন্ধু বুদ্ধদেব মঙ্গলদাসের সাথে অংশীদারিত্বে হলিডে হোম হিসেবে কিনেছিলেন। নিজের মনের মতন করে সাজিয়েছেন রাহুল।
বিলাসবহুল বাড়ি ছাড়াও দামি গাড়িও খুব পছন্দ করেন কেএল রাহুল। কেএল রাহুলের সংগ্রহে একাধিক দামি গাড়িও রয়েছে। কেএল রাহুলের একটি অডি আরএইট গাড়ি আছে। এই গাড়ির দাম ২.৩০ কোটি টাকার বেশি। এছাড়াও তার কাছে বিএমডব্লু এসইউভি, মার্সিডিজ মার্সিডস সি ৪৩ এএমসি সেডান ও রেঞ্জ রোভার।
কেএল রাহুলের কাছেও ঘড়িরও একের পর এক দারুণ দারুণ সংগ্রহ রয়েছে। তার একটি রোলেক্স ঘড়ি আছে, যার দাম প্রায় ২৭ লাখ টাকা। এছাড়াও তার কাছে ৮ লক্ষ টাকা দামের স্কাই ডুয়েলার রোলেক্স, রয়্যাল ওয়েক-এর মতো ৩৮ লক্ষ টাকা দামের ঘড়ি রয়েছে৷ নিত্য নতুন দামি ঘড়ি বাজারে এলে কেনার আগ্রহ প্রকাশ করে থাকেন রাহুল।
কেএল রাহুল নিজের প্রেম জীবনের জন্যও সবসময় চর্চায় থাকেন। বর্তমানে তিনি সম্পর্কে রয়েছে সুনীল শেট্টির কন্যা বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টির সঙ্গে। এর আগেও একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে রাহুলের। তবে বর্তমানে রাহুল ও আথিয়ার সম্পর্কের কথা সুনীল শেট্টিও জানেন। দুজনের বাড়ি থেকেই মেনে নিয়েছে এই সম্পর্ক।