করোনা মুক্ত হয়ে অনুশীলনে ফিরলেন দীপক চাহার, স্বস্তি ধোনির সিএসকে শিবিরে

Published : Sep 10, 2020, 11:06 AM IST
করোনা মুক্ত হয়ে অনুশীলনে ফিরলেন দীপক চাহার, স্বস্তি ধোনির সিএসকে শিবিরে

সংক্ষিপ্ত

সিএসকের ১৩ জন সদস্য় করোনা আক্রান্ত হয়েছিলেন তার মধ্যে ছিলেন ভারতীয় পেস বোলার দীপক চাাহার করোনা আক্রান্ত হওয়ার পর কোয়ারেন্টাইনে ছিলেন তিনি তবে করোনা মুক্ত হয়ে অনুশীলনে ফিরলেন দীপক চাহার  

অবশেষে স্বস্তি ফিরল চেন্নাই সুপার কিংস শিবিরে। করোনা মুক্ত হয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন তারকা পেসার দীপক চাহার। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। তারপর পর পর দুবার করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরই অনুশীলনে ফিরলেন দীপক চাহার। দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দীপক চাহারের অনুশীলনে ফেরার ছবি শেয়ার করা হয়। যেখানে বেশ খোশ মেজাজেই দেখা ভারতীয় তারকা পেসারকা।

আরও পড়ুনঃধোনির ছবি নিয়ে মিষ্টি ভিডিও, 'পাপা'-কে মিস করছেন ছোট্ট জিভা

চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে সিইও কাশি বিশ্বনাথন জানিয়েছেন,'কোয়ারেন্টাইনে থাকা ভারতীয় ব্যাটসম্যান ব্যতীত অন্যরা সবাই বেরিয়ে এসেছে। ভারতীয় ফাস্ট বোলার দীপক চাহার দু’বার নেগেটিভ টেস্ট হওয়ার পর ফিরে এসেছে।' দীপক চাহার ছাড়াও চেন্নাই সুপার কিংসের অপর প্লেয়ার ঋতুরাজ গায়কোয়াড় করোনা আক্রান্ত হয়েছিলেন।  তিনি এখনও অবশ্য দলের সঙ্গে যোগ দেননি। সিএসকে সিইও জানিয়ছেন,'ঋতুরাজ গায়কোয়াড় এখনও কোয়ারেন্টাইনে রয়েছে। তবে ওর শারীরিক অবস্থা স্থিতিশীল। কোনও রকম লক্ষ্মণ নেই। আশা করি খুব শীঘ্রই সেও সুস্থ হয়ে উঠবে।'

 

 

আরও পড়ুনঃসৌরভের হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায়, ২২ গজের পুনর্জন্মে সেই দাদি-কেই চিঠি যুবির

আরও পড়ুনঃভারতীয় না বিদেশি, আইপিএলে সবথেকে বেশি সেঞ্চুরি কোন ক্রিকেটারের

সিএসকে শিবিরে একের পর এক ধাক্কা লেগেই চলেছিল। প্রথমে দলের ২ প্লেয়ার সহ ১৩ জন সদস্যের করোনা আক্রান্ত হওয়া। তারপর সুরেশ রায়না ও হরভজন সিংয়ের মত দলের দুই প্রধান তারকার আইপিএল না খেলার সিদ্ধান্ত নেওয়া। অবশেষে সব ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে গোটা সিএসকে দিল। অনুশীলনে ফুরেফুরে মেজাজে দেখা গিয়েছে সকল প্লেয়ারকা। চুটিয়ে ব্যাটিং অনুশীলন করছেন খোদ মহেন্দ্র সিং ধোনিও। ১৯ তারিখ প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে ধোনির চেন্নাই সুপার কিংস।


 

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে