মুরলী বিজয়ের তরফে ডিনারের প্রস্তাব পেয়ে কী জানালেন এলিস পেরি, দেখুন ভিডিও

  • মুরলী বিজয়ের ডিনারে নিয়ে যাওয়ার প্রস্তাবের জবাব দিলেন এলিস পেরি
  • বিজয়ের প্রস্তাব পেয়ে অভিভূত বললেন অস্ট্রেলিয়ার তারকা অল রাউন্ডার
  • ‘আশা করব ডিনারের বিল ওই মেটাবে। আমি জানি এব্যাপারে ও ভীষণই দয়ালু'
  • মজার ছলে বিষয়টি সামলে জানান আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার
     

করোনা ভাইরাস মহামারীর জেরে স্তব্ধ ক্রীড়া বিশ্ব। অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। কবে হবে,আদৌ হবে কিনা সেই উত্তর অজানা সকলের। লকডাউনের জেরে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। একইসঙ্গে বেড়েছে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা। আইপিএলে ফ্যানেদের মনোরঞ্জনের জন্য সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে চলছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির তারকা প্লেয়ারদের লাইভ চ্যাটের মাধ্যমে ইন্টারভিউ। এমনই এক ইন্টারভিউতে আড্ডা দিতে বসেছিলেন চেন্নাই সুপার কিংস দলের ক্রিকেটার মুরলী বিজয়। সেই চ্যাট শো-তেই বিজয়ের কাছে সঞ্চালক জানতে চান কোন দুজন পছন্দের মানুষকে ডিনারে নিয়ে যেতে চান তিনি। প্রথম জনের নাম জানান বিজয় শিখর ধওয়ান। যা শুনে কেউই ততটা চমকাননি। কিন্তু দ্বিতীয় জনের নাম শুনে চমকে ওঠেন সকলেই। শিখরের পাশাপাশি অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অল-রাউন্ডার এলিস পেরিকে ডিনারে নিয়ে যেতে চান বলে জানান মুরলী বিজয়। 

আরও পড়ুনঃপ্রয়াত অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ডব্লু.ডব্লু.ই সুপারস্টার জন সিনার

Latest Videos

আরও পড়ুনঃকরোনার জেরে স্থগিত হয়ে গেল সায়নীর মলোকাই চ্যানেল জয়, মন খারাপ বাংলার 'সাগরিকার'

আপাতত অফ ফর্মের কারণে জাতীয় দলের থেকে বাইরে রয়েছেন মুরলী বিজয়। আইপিএলে তার দল সিএসকেতেও লাগাতার সুযোগ পাননা। এহেন বিজয়ের মুখে এলিস পেরির নাম শুনে সোশ্যাল মিডিয়ায় ভুরু কুঁচকেছিলেন অনেকেই। এলিস পেরির সঙ্গে ডিনারে যাওয়ার কারণ হিসেবে মুরলি বিজয় জানিয়েছিলেন, ‘ও ভীষণ সুন্দরী।’ যদিও মুরলি বিজয়ের এমন ইচ্ছের কথা শুনে ভারতীয় দলের ওপেনারকে নিয়ে ইন্টারনেটে শুরু হয় ট্রল।  কিন্তু এলিস পেরির জবাব শুনে হতবাক সকলেই। এলিস পেরিকে মুরলি বিজয়ের ইচ্ছের কথা জানানো হলে অভিভূত অস্ট্রেলিয়া মহিলা দলের অল-রাউন্ডার। ক্রিকেট সঞ্চালক এবং উপস্থাপক রিধিমা পাঠকের সঙ্গে একটি ক্রিকেটীয় আড্ডায় আইসিসি’র বর্ষসেরা মহিলা ক্রিকেটার বিজয়ের ইচ্ছের কথা শুনে বলেন, ‘আশা করব ডিনারের বিল ওই মেটাবে। আমি জানি এব্যাপারে ও ভীষণই দয়ালু। আমি ওর ইচ্ছের কথা শুনে অভিভূত।’  ২০১৫ রাগবি তারকা ম্যাট টোমুয়ার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন পেরি। এরপরেও বিজয়ের এমন ইচ্ছে শুনে নাক সিঁটকেছিলেন অনুরাগীরা। কিন্তু মজার ছলে বিজয়ের সঙ্গে ডিনারে যেতে রাজি হয়ে বিষয়টি ভালই সামলেছেন অজি তারকা। প্রথমে নাক সিঁটকালেও এলিস পেরির স্পোর্টিং স্পিরিট মনে ধরেছে নেটাগরিকদের। পেরির এহেন জবাবে মুরলি বিজয়ের মনে যে লাড্ডু ফুটবে তা বলার অপেক্ষা রাখেনা।

Share this article
click me!

Latest Videos

সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে | Shantipur | Nadia
Daily Horoscope: ৮ জানুয়ারি বুধবার এই ব্যক্তিদের দিনটি খারাপ যাবে, দেখুন আজকের রাশিফল
‘Bangladesh সরকার সবসময় চাইছে যুদ্ধ লাগুক’ Yunus সরকারকে একহাত নিলেন Nawsad Siddique
'৩ ফুট জায়গা দিলে ভালো হয়' প্রমোটিংয়ের জন্য স্কুলের জমি দখলের চেষ্টা! দেখুন | Sonarpur Latest News
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি