নিউজিল্য়ান্ডকে হোয়াইট ওয়াশ করল ইংল্যান্ড, ভারতকে প্রচ্ছন্ন হুঙ্কার বেন স্টোকসের দলের

নিউজিল্যান্ডের প্রথম দুই টেস্ট জিতে সিরিজ আগেই পকেটে জিতে গিয়েছিল ইংল্য়ান্ড (England vs New Zealand)। তৃতীয় টেস্ট সাত উইকেট জিতে কিউইদের হোয়াইট ওয়াশ করল বেন স্টোকসের (Ben Stokes) দল। 

Web Desk - ANB | Published : Jun 27, 2022 4:15 PM IST

ভারতের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক টেস্টে নামার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল ইংল্যান্ড। ৩ ম্য়াচের টেস্ট সিরিজে প্রতিটি ম্য়াচেই অনবদ্য ক্রিকেট খেলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল বেন স্টোকসের দল। জো রুটের পর ইংল্য়ান্ড ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন বেন স্টোকস। টেস্ট অধিনায়ক হিসেবে কেরিয়ারের নতুন ইনিংসের শুরুটা স্মরণীয় করে রাখলেন স্টোকস। একইসঙ্গ টেস্ট ক্রিকেটে যে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল ব্রিটিশ লায়ন্সরা সেই অভিশপ্ত সময়ও কাটিয়ে উঠল ইংল্যান্ড। ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে গত বছরের অসামপ্ত সিরিজের শেষ ম্য়াচে নামার আগে কিউইদের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জয় ইংল্যান্ড দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

প্রথম দুটি টেস্ট জিতে সিরিজ জয় আগেই নিশ্চিৎ করেছিল বেন স্টোকস, জো রুট, জিমি অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডরা। তৃতীয় ম্য়াচে টসে জিতে ব্য়াটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথম ব্যাট করে ৩২৯ রানে শেষ হয় কিউদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১০৯ রানের ইনিংস খেলেন সিরিজে দুরন্ত ফর্মে থাকা ড্যারিল মিচেল। এছাড়া ৫৫ রানের ইনিংস খেলেন টম ব্লান্ডেল। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন জ্যাক লিচ। এছাড়া ৩টি উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। একটি করে উইকেট নেন ম্য়াথিউ পটস ও জেমি ওভারটন। প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে ইংল্য়ান্ড করে ৩৬০ রান। দলের হয়ে সর্বোচ্চ ১৬২ রানের দুরন্ত ইনিংস খেলেন জনি বেয়ারস্টো। এছাড়া ৯৭ রান করেন জেমি ওভারটন ও ৪২ রান করেন স্টুয়ার্ট ব্রড। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া ৩টি উইকেট নেন টিম সাউদি, ২টি উইকেট নেন নিল ওয়াগনর, ১টি উইকেট নেন মাইকেল বার্সওয়েল। প্রথম ইনিংসে ৩১ রানের লিড পায় ইংল্যান্ড। 

 

 

দ্বিতীয় ইনিংসেও খুব বড় স্কোর করতে পারেনি নিউজিল্যান্ড। ৩২৬ রানে শেষ কিউইদের দ্বিতীয় ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন টম ব্লান্ডেল। এছাড়া ৭৬ রান করেন টম ল্যাথাম, ৫৬ রান করেন ড্যারিল মিচেল ও ৪৮ রান করেন কেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসেও ইংল্য়ান্ডের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নে জ্যাক লিচ। ৩টি উইকেট নেন ম্যাথিউ পটস, একটি করে উইকেট নেন জেমি ওভারটন ও জো রুট। ৩১ রানের লিড বদ দিয়ে ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় ২৯৬ রান। রান তাড়া করতে নেমে দুরন্ত ব্য়াটিং করে ইংল্যান্ড। ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ব্রিটিশ লায়ন্সরা। দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন জো রুট। এছাড়া ৮২ রান করেন অলি পোপ, ৭১ রান করেন জনি বেয়ারস্টো, ২৫ রান করেন জ্যাক ক্রাউলি। জয়ের পর উচ্ছ্বসিত ইংল্যান্ড শিবির। প্রসঙ্গত, গত বছর ভারতের বিরুদ্ধে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। এবছর পয়লা জুলাই থেকে শুরু হতে চলা সিরিজের পঞ্চম টেস্ট জিতে সিরিজ সমতায় শেষ করা লক্ষ্য বেন স্টোকসদের। 

আরও পড়ুনঃআয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্য়াচে ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তন, দেখে নিন সম্ভাব্য একাদশ

আরও পড়ুনঃইংল্য়ান্ড টেস্টে কী খেলবেন রোহিত শর্মা, কী জানালেন বিসিসিআই সচিব জয় শাহ

Share this article
click me!